ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

রাকসু নির্বাচন: ৩০ হাজার ভোট ম্যানুয়ালি গণনার দাবি ছাত্রদলের

২০২৫ সেপ্টেম্বর ১৩ ২১:০০:৩৮

রাকসু নির্বাচন: ৩০ হাজার ভোট ম্যানুয়ালি গণনার দাবি ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক; রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ঘিরে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রদল এবং 'রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ' প্যানেলের নেতাকর্মীরা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা ম্যানুয়ালি ভোট গণনা করাসহ ১২ দফা প্রস্তাবনা পেশ করেছেন।

দুটি প্যানেলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তফসিল ঘোষণার পর থেকেই ছাত্রশিবির নিয়ম ভেঙে হলে হলে শিক্ষার্থীদের আতর, খাবারসহ বিভিন্ন উপঢৌকন বিতরণ করছে। এমনকি ব্যালট নম্বর প্রদানেও তাদের বাড়তি সুবিধা দেওয়া হয়েছে, যা আচরণবিধির লঙ্ঘন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতার ঘাটতি হিসেবে অভিহিত করা হয়েছে।

ছাত্রদল ও 'রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ'সহ সমন্বিত প্যানেলগুলো যে ১২ দফা দাবি জানিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো: স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার এবং ভোট শুরুর আগে সাংবাদিক ও এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা; ভোটারদের আঙুলে অমোচনীয় কালি ব্যবহার নিশ্চিত করা; একদিনের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ; ম্যানুয়াল ভোট গণনা; নির্বাচনী খরচ ও পোস্টারের সংখ্যা নির্দিষ্টকরণ; ব্যালট ছাপানো ও বাঁধাই পর্যন্ত এজেন্টদের উপস্থিতি নিশ্চিত করা; পর্যাপ্ত বুথের ব্যবস্থা; ডিজিটাল বোর্ডে ভোটার নম্বর প্রকাশ; সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর সেল গঠন ও বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিভ্রান্তিকর পেজ-গ্রুপ বন্ধ করা; এবং ভোটের দিন ভোটার তালিকা হাতে ধরিয়ে না দেওয়া।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩০ হাজার ভোট ম্যানুয়ালি গণনা করা হলে বিশৃঙ্খলা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে 'রাকসু ফর রেডিক্যাল' প্যানেলের মেহেদী মারুফ বলেন, "জাতীয় নির্বাচনে ইভিএমের মাধ্যমে কীভাবে ভোট কারচুপি করা হয়, তা আমরা দেখেছি। রাকসুতেও এমনটি হতে পারে। এছাড়া ইভিএমে ক্যারিক্যাচার করার মাধ্যমে ভোট কারচুপি হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা চাই, প্রশাসন বেশি জনবল নিয়োগ করে ম্যানুয়ালি ভোট গণনা করুক।"

ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর-উদ্দীন আবীর বলেন, "ইভিএমের মাধ্যমে ভোট গণনা করা হলে কারচুপি হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা চাই, দীর্ঘদিন পর যেহেতু নির্বাচন হচ্ছে, তাই নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়। আমরা স্বচ্ছ ভোট বাক্স স্থাপন, ম্যানুয়ালি ভোট গণনাসহ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই ১২ দফা দাবি জানিয়েছি।"

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

জাকসুর নবনির্বাচিত নেতৃত্বকে ডাকসুর শুভেচ্ছা

জাকসুর নবনির্বাচিত নেতৃত্বকে ডাকসুর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর নবনির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শনিবার (১৩ সেপ্টেম্বর,... বিস্তারিত