ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

হামলার শঙ্কা কাটিয়ে অবশেষে ঢাকায় ফুটবল দল

২০২৫ সেপ্টেম্বর ১১ ১৭:০৯:০৮

হামলার শঙ্কা কাটিয়ে অবশেষে ঢাকায় ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েকদিন অনিশ্চয়তায় কাটানোর পর অবশেষে নিরাপদে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজে তারা কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে সকাল ৯টার মধ্যে খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বেলা ১১টার মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করে তারা ফ্লাইটের অপেক্ষায় ছিলেন।

দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলার উদ্দেশ্যে বাংলাদেশ দল নেপাল সফরে গিয়েছিল। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলেও রাজনৈতিক অস্থিরতা ও সরকার পতনের পর ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচ বাতিল করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফ)।

রাজনৈতিক সহিংসতার মধ্যে টানা তিনদিন হোটেলে বন্দি ছিলেন ফুটবলাররা। এমনকি আন্দোলনকারীরা টিম হোটেলে হামলার চেষ্টা করলেও হোটেল কর্তৃপক্ষের হস্তক্ষেপে বড় ধরনের কোনো বিপদ ঘটেনি। আন্দোলনকারীদের বোঝানো হয়, সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব অবস্থান করছেন না।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

জাহাজশিল্পে বিনিয়োগ উৎসাহে সরকারের নতুন সিদ্ধান্ত

জাহাজশিল্পে বিনিয়োগ উৎসাহে সরকারের নতুন সিদ্ধান্ত

ন্যূনতম পাঁচ হাজার বিডব্লিউটি ধারণক্ষমতাসম্পন্ন সমুদ্রগামী জাহাজ আমদানির ক্ষেত্রে আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) থেকে অব্যাহতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)... বিস্তারিত