ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

গাজায় শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল: মালালা ইউসুফজাই

২০২৫ জানুয়ারি ১২ ১৯:৩৬:৫৯
গাজায় শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল: মালালা ইউসুফজাই

ডুয়া ডেস্ক: ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নৃশংস ও ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। দেশটির বর্বর হামলায় এখন পর্যন্ত ৪৬ হাজার ৫৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, এদের মধ্যে ১৭ হাজারের অধিক শিমু রয়েছেন। তাদের নৃসংশ হামলা থেকে বাদ যাচ্ছে না বেসামরিক বাড়ি-ঘর, ধর্মীয় স্থাপনা, হাসপাতাল, শরণার্থী শিবির, স্কুল এমনকি অ্যাম্বুলেন্সও। এ বিষয়ে শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি অ্যাকটিভিস্ট মালালা ইউসুফজাই অভিযোগ করে বলেন, গাজায় পুরো শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল।

মালালা বলেন, ‘ইসরায়েল সব বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছে, ৯০ শতাংশের বেশি স্কুল ধ্বংস করেছে। সেই সঙ্গে স্কুল ভবনে আশ্রয় নেওয়া বেসামরিকদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে।’

পাকিস্তান আয়োজিত মুসলিম দেশগুলোতে মেয়েদের শিক্ষা বিষয়ক একটি বৈশ্বিক সম্মেলনে এ কথা বলেন মালালা।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনে মালালা ইউসুফজাই বলেন, ‘ইসরায়েলের আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানানো অব্যাহত রাখব।’

ফিলিস্তিনি শিশুরা তাদের জীবন ও ভবিষ্যৎ হারিয়েছে উল্লেখ করে নোবেলজয়ী এই অ্যাকটিভিস্ট বলেন, ‘স্কুলে বোমা হামলা চললে, পরিবারকে হত্যা করা হলে, ফিলিস্তিনি মেয়ের প্রাপ্য ভবিষ্যৎ বলে কিছু থাকে না।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে