ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

অপপ্রচারকারীদের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে: আবিদুল

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৫:১৯:১৭

অপপ্রচারকারীদের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে: আবিদুল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, প্রতিকূলতা থাকুক, আগামীকাল অপপ্রচারকারীদের ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সাইবার অ্যাটাক নিয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আবিদুল আরও বলেন, কখনো কাউকে পেছন থেকে আঘাত করার চেষ্টা করিনি। রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেছি। যারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিংয়ের মাধ্যমে মোকাবিলা করতে চায়, তাদের ব্যালটের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিহত করবে।

এ সময় ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, আগামীকাল সাইবার অ্যাটাকের বিরুদ্ধে ব্যালট অ্যাটাক হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা সাইবার অ্যাটাক করছে তারা বাই ডিফল্ট বিজয়ী হলে ঢাবির ৪০ হাজার শিক্ষার্থীর আইডি হুমকির মুখে পড়বে। এজন্য আপনারা চিন্তাভাবনা করে ভোট দেবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত