ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
পাকিস্তানের ঐতিহাসিক ঢাকা সফর: সম্পর্কের নতুন অধ্যায়
                                    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার ঢাকা সফরকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বলেছেন, এটি হবে দুই দেশের অংশীদারিত্বের নতুন অধ্যায়। তিনি উল্লেখ করেন, করাচি থেকে চট্টগ্রাম, কোয়েটা থেকে রাজশাহী, পেশোয়ার থেকে সিলেট এবং লাহোর থেকে ঢাকা— দুই দেশের তরুণরা একসঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করবে এবং স্বপ্ন ভাগাভাগি করবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দুই দেশের সম্পর্ক দ্রুত উষ্ণ হয়ে উঠেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে সামরিক ও কূটনৈতিক পর্যায়েও কয়েক দফা সফর হয়েছে। বাংলাদেশ সেনা, নৌ ও স্থল বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পাকিস্তান সফর করেছেন এবং পাকিস্তানি প্রতিনিধিরাও ঢাকায় এসেছেন।
বিশ্লেষকরা বলছেন, এত দ্রুত সম্পর্কের অগ্রগতি কেউই প্রত্যাশা করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দিলওয়ার হোসেন এটিকে কৌশলগত গতি বলে মনে করেন। তিনি বলেন, পাকিস্তান এখন ১৯৭৫ পরবর্তী সময়ের মতো সম্পর্ক পুনরুজ্জীবিত করার সুযোগ দেখছে।
তবে অতীতের ইতিহাস—বিশেষ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি—এখনো সম্পর্কের বড় বাধা। বাংলাদেশ এখনও পাকিস্তানের কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে আসছে। উর্দুভাষী অবাঙালি মুসলমানদের নাগরিকত্ব এবং ১৯৭১-পূর্ব সম্পদ বণ্টনের বিষয়গুলোও অমীমাংসিত রয়েছে।তবুও অনেকেই আশাবাদী। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রসচিব আইজাজ চৌধুরী মনে করেন, দুই দেশের জনগণ পুনর্মিলনের পক্ষে। তার মতে, ভারতীয় আঞ্চলিক আধিপত্য মোকাবেলায় বাংলাদেশ ও পাকিস্তানকে একত্রিত হতে হবে।
অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে। ২০২৪ সালে পাকিস্তান বাংলাদেশে ৬৬১ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, বিপরীতে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র ৫৭ মিলিয়ন ডলার। বিশেষজ্ঞদের মতে, টেক্সটাইল, ফল, চাল, সিমেন্টের পাশাপাশি পাটজাত পণ্য, কেমিক্যাল ও তামাকজাত দ্রব্যে বাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে।
এদিকে চীন, যিনি দক্ষিণ এশিয়ায় উভয় দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে, এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ সম্প্রতি চীনের জে-১০সি যুদ্ধবিমান কেনার বিষয় বিবেচনা করছে—যা পাকিস্তান ইতিমধ্যে ব্যবহার করছে।বিশ্লেষকদের মতে, মুক্তিযুদ্ধের ইতিহাস একদিকে সম্পর্কের প্রতিবন্ধকতা হলেও, অর্থনীতি, নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতার বাস্তবতা দুই দেশকে কাছাকাছি আসতে বাধ্য করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাব এনাম খান বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন অর্থনীতিনির্ভর। সম্পর্ক কেবল নিরাপত্তা নয়, অর্থনীতিকেও প্রাধান্য দিতে হবে।অতীত ভুলে না গিয়ে, তাকে দায়িত্বশীলভাবে মোকাবিলা করেই বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে—এমনটাই আশা করছে দুই দেশের নাগরিক সমাজ ও বিশ্লেষকরা।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)