ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন স্থগিতাদেশ বাতিলে প্রশংসিত অ্যাডভোকেট শিশির মনির

২০২৫ সেপ্টেম্বর ০১ ২২:৪০:১৫

ডাকসু নির্বাচন স্থগিতাদেশ বাতিলে প্রশংসিত অ্যাডভোকেট শিশির মনির

নিজস্ব প্রতিবেদক: সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির উচ্চ আদালতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলায় আইনি লড়াইয়ে বিজয় অর্জন করে নিজেকে একজন দেশসেরা আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার আইনি ব্যাখ্যা-বিশ্লেষণ, যুক্তিতর্ক ও শুনানির প্রশংসা আইনাঙ্গনের মানুষের মুখে মুখে। সম্প্রতি ডাকসু নির্বাচনের আইনি বাধা দূর করে তিনি আবারও প্রশংসায় ভাসছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে এক রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন। তবে এই আদেশে দমে যাননি আইনজীবী শিশির মনির।

তিনি সুপ্রিম কোর্টের রুলস অনুসরণ করে সঙ্গে সঙ্গে হাতে লেখা আবেদন নিয়ে চেম্বার আদালতে যান। তিনি চেম্বার আদালতকে বোঝাতে সক্ষম হন যে, ডাকসু নির্বাচন স্থগিতের আদেশে আইনের ব্যত্যয় হয়েছে। এর ফলস্বরূপ, এক ঘণ্টারও কম সময়ের মধ্যে আইনজীবী শিশির মনিরের আইনি লড়াইয়ের ফলে চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত হয়ে যায় এবং ডাকসু নির্বাচনের আইনি বাধা দূর হয়।

আইনজীবী শিশির মনিরের এই ভূমিকার প্রশংসা করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আক্কাস চৌধুরী লিখেছেন, "আইনজীবী শিশির মনির এই মুহূর্তে উচ্চ আদালতের অন্যতম সেরা আইনজীবী। ডাকসু নির্বাচন বিষয়ক রিট মামলাটিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে নিয়োজিত আইনজীবী হিসেবে উনার আপিল বিভাগের চেম্বার জজে দ্রুত আদেশ প্রাপ্তি সত্যিই প্রশংসনীয়।"

আবদুল্লাহ আল মামুন নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, "শিশির মনিরকে যারা গালি দিয়েছো, তারা সরি বলো। শিশির মনির যে একজন ভালো আইনজীবী, তা আবার প্রমাণ করলেন।" এভাবে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী শিশির মনিরের প্রশংসা করে পোস্ট দিয়েছেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত। ফলে ডাকসু নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন শিশির মনির।

সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের পর তাৎক্ষণিক হাতে লেখা আবেদনের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন। এই আইনি লড়াইয়ে আইনজীবী শিশির মনিরকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সাদ্দাম হোসেন।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত