ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

ভিপি প্রার্থী জুলিয়াস সিজারের 'অপকর্ম' তদন্তে কমিটি গঠন

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ২৮ ২৩:২০:২১
ভিপি প্রার্থী জুলিয়াস সিজারের 'অপকর্ম' তদন্তে কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ পড়া ভিপি প্রার্থী জুলিয়াস সিজার তালুকদার ও বিজয় একাত্তর হল ছাত্র সংসদের অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক প্রার্থী বায়েজীদ বোস্তামীর বিরুদ্ধে উঠা বিভিন্ন অপকর্মের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৭ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণকে কমিটির আহ্বায়ক করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এছাড়া সদস্য হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনি পরামর্শক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ রায়হান উদ্দিন রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দিতেবলাহয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত