ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
চ্যাম্পিয়ন্স লিগের ড্র, চমক থাকবে আর্থিক অঙ্কে
.jpg)
নতুন ফরম্যাটে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুমের ড্র আজ (বৃহস্পতিবার) রাতে ফ্রান্সের মোনাকোতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হতে যাওয়া এই ড্রয়ের মাধ্যমে ৩৬টি দলের ভাগ্য নির্ধারিত হবে, যারা আগামী মৌসুমের সেরা ক্লাব হওয়ার লড়াইয়ে নামবে।
২০২৪-২৫ মৌসুম থেকে উয়েফা এই নতুন ফরম্যাট চালু করেছে, যেখানে প্রতিটি দল গ্রুপপর্বে ৮টি ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে খেলবে। এই লিগপর্ব সেপ্টেম্বর থেকে শুরু হয়ে জানুয়ারি পর্যন্ত চলবে। এরপর প্লে-অফ, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং সবশেষে ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে ফাইনাল।
এবারের টুর্নামেন্টে বেশ কিছু নতুনত্ব রয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো চারটি ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে নাম লিখিয়েছে— নরওয়ের বোডো/গ্লিম্ট, কাজাখস্তানের কাইরাত আলমাটি, সাইপ্রাসের পাফোস এফসি এবং বেলজিয়ামের ইউনিয়ন সেইন্ট-জিলোয়া। এর মধ্যে ১৮ বছর পর নরওয়ে থেকে কোনো ক্লাব এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
মহাদেশের শীর্ষ পাঁচটি লিগ— ইংল্যান্ড, ইতালি, স্পেন, জার্মানি ও ফ্রান্সের দলগুলোর আধিপত্য এবারের টুর্নামেন্টে বিশেষভাবে চোখে পড়ার মতো। ইংলিশ প্রিমিয়ার লিগের ৬টি ক্লাব এই টুর্নামেন্টে খেলছে, যা একটি নতুন রেকর্ড। প্রিমিয়ার লিগের চারটি নিয়মিত আসনের পাশাপাশি, ইউরোপীয় প্রতিযোগিতায় সেরা পারফরম্যান্সের জন্য একটি বোনাস আসন এবং ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হিসেবে টটেনহ্যাম এই তালিকায় যুক্ত হয়েছে। উল্লেখ্য, গত মৌসুমে টটেনহ্যাম প্রিমিয়ার লিগে ১৭তম অবস্থানে ছিল, যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে খেলা কোনো দলের সর্বনিম্ন অবস্থান।
টুর্নামেন্টের আর্থিক দিকটাও বেশ আকর্ষণীয়। প্রতিটি অংশগ্রহণকারী দলই লিগপর্বে খেলার জন্য ১৯.৬ মিলিয়ন ইউরো পাবে। সর্বনিম্ন র্যাঙ্কধারী কাইরাতও এই পরিমাণ আয় নিশ্চিত করবে। এর বাইরে, ম্যাচের ফলাফল, র্যাঙ্কিং এবং সম্প্রচার স্বত্ব থেকে আয়ের সুযোগ রয়েছে। আগামী ৩০ মে ইউসিএল ফাইনালের শিরোপাজয়ী দলের সম্ভাব্য আয় হতে পারে ১৫০ মিলিয়ন ইউরো। এই টুর্নামেন্টের জন্য উয়েফার মোট বরাদ্দ ২.৪৭ বিলিয়ন ইউরো, যা ইউরোপা লিগের চেয়ে চার গুণ বেশি।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি মোনাকোতে কনফারেন্স লিগ এবং ইউরোপা লিগের ড্র-ও অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!