ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
ডাকসুর ভোট প্রক্রিয়া নিয়ে শঙ্কায় ছাত্রদল প্রার্থী আবিদুল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট প্রদান প্রক্রিয়া নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি আশঙ্কা করছেন, প্রত্যেক ভোটারকে ৪১টি করে ভোট দিতে যে দীর্ঘ সময় লাগবে, তাতে বহু শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হতে পারেন।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম এই শঙ্কার কথা তুলে ধরেন।
তিনি তার আশঙ্কার কারণ ব্যাখ্যা করে বলেন, "ডাকসু ও হল সংসদ মিলিয়ে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে। আমাদের হিসাবে, প্রতিটি ভোট দিতে ৮ থেকে ১০ মিনিট সময় লাগবে। সেই হিসাবে, একটি বুথে ঘণ্টায় সর্বোচ্চ ৮টি ভোট দেওয়া সম্ভব।"
তিনি একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, "যদি একটি কেন্দ্রে ২০টি বুথও থাকে, তাহলে সেখানে ঘণ্টায় ১৬০টি এবং ৮ ঘণ্টায় সর্বোচ্চ ১,২৮০টি ভোট পড়বে। অথচ, কোনো ভোটকেন্দ্রেই সাড়ে চার হাজার ভোটারের কম নেই। এত বিপুল সংখ্যক ভোটার এত অল্প সময়ে কীভাবে ভোট দেবেন, তা নিয়ে আমরা আতঙ্কিত।"
আবিদুল জানান, এই উদ্বেগের কথা তারা চিফ রিটার্নিং অফিসারকে জানিয়েছেন এবং জবাবে তিনি পর্যাপ্ত কেন্দ্র রাখার আশ্বাস দিয়েছেন।
একই সঙ্গে তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনেরও অভিযোগ তোলেন। তিনি বলেন, "গতকাল টিএসসিতে একজন প্রার্থী আলোকসজ্জা করেছেন এবং কনসার্ট করে ইশতেহার ঘোষণা করেছেন, যা সম্পূর্ণরূপে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ