ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
ডাকসু নির্বাচন আবারও সামনে, ইতিহাসের ছায়ায় ‘দ্বিতীয় সংসদ
.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম। এই সংগঠনকে ‘দ্বিতীয় সংসদ’ বলা হয় তার ঐতিহাসিক প্রভাব ও নেতৃত্বমূলক ভূমিকার কারণে। ভাষা আন্দোলন, ছয় দফা, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান কিংবা নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন—প্রতিটি ক্ষেত্রে ডাকসু ছিল প্রগতির ছায়াতলে ছাত্রসমাজের জাগরণের প্রতীক।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯২৩ সালে ছাত্র সংসদের গোড়াপত্তন হয়। প্রথমদিকে এটি শুধু 'ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ' নামে পরিচিত ছিল। পরে ১৯৫৩ সালে নামকরণ হয় 'ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ' বা ডাকসু। নামের পরিবর্তনের পাশাপাশি সময়ের ধারায় এর কার্যক্রমও হয়ে ওঠে আরো সংগঠিত ও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক।
স্বাধীনতার আগে-পরে ডাকসু নির্বাচন নিয়মিত হলেও ১৯৯১ সালের পর তা প্রায় থেমে যায়। মাঝেমধ্যে তফসিল ঘোষণা হলেও তা রাজনৈতিক কারণে বাস্তবায়িত হয়নি। সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। যদিও সে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক ও অভিযোগের সৃষ্টি হয়েছিল।
দীর্ঘ ছয় বছর পর ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। নির্বাচন কমিশন ইতোমধ্যেই গঠন করা হয়েছে, চূড়ান্ত করা হয়েছে ভোটার তালিকাও। এবার ২৮টি পদের বিপরীতে জমা পড়েছে ৫০৯টি মনোনয়নপত্র, বিক্রি হয়েছিল ৬৫৮টি। অন্তত ৯টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে—যার মধ্যে সাতটি রাজনৈতিক ও দুটি স্বতন্ত্র।
এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়, যখন ছাত্ররাজনীতি অনেকটাই স্তিমিত। তবে ইতিহাস বলছে, ডাকসু শুধু নেতৃত্ব তৈরির ক্ষেত্র নয়, এটি ছাত্রসমাজের স্বার্থ রক্ষায় সক্রিয় প্ল্যাটফর্মও। অতীতে ডাকসুর নেতারা দেশের জাতীয় রাজনীতিতেও রেখেছেন শক্ত অবস্থান।
প্রায় এক দশক পর ডাকসু নির্বাচন ফিরে আসায় আবারও আলোচনায় এসেছে ছাত্রদের নেতৃত্ব, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার বিষয়গুলো। বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাজনৈতিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টি এখন ৯ সেপ্টেম্বরের দিকে। এই নির্বাচন শুধু নতুন নেতৃত্ব নয়, হয়তো ফিরিয়ে আনবে হারিয়ে যাওয়া ছাত্ররাজনীতির সুনাম ও শক্তি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা