ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন আবারও সামনে, ইতিহাসের ছায়ায় ‘দ্বিতীয় সংসদ

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ২৬ ১৬:৪৩:৩৭
ডাকসু নির্বাচন আবারও সামনে, ইতিহাসের ছায়ায় ‘দ্বিতীয় সংসদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম। এই সংগঠনকে ‘দ্বিতীয় সংসদ’ বলা হয় তার ঐতিহাসিক প্রভাব ও নেতৃত্বমূলক ভূমিকার কারণে। ভাষা আন্দোলন, ছয় দফা, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান কিংবা নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন—প্রতিটি ক্ষেত্রে ডাকসু ছিল প্রগতির ছায়াতলে ছাত্রসমাজের জাগরণের প্রতীক।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯২৩ সালে ছাত্র সংসদের গোড়াপত্তন হয়। প্রথমদিকে এটি শুধু 'ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ' নামে পরিচিত ছিল। পরে ১৯৫৩ সালে নামকরণ হয় 'ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ' বা ডাকসু। নামের পরিবর্তনের পাশাপাশি সময়ের ধারায় এর কার্যক্রমও হয়ে ওঠে আরো সংগঠিত ও রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক।

স্বাধীনতার আগে-পরে ডাকসু নির্বাচন নিয়মিত হলেও ১৯৯১ সালের পর তা প্রায় থেমে যায়। মাঝেমধ্যে তফসিল ঘোষণা হলেও তা রাজনৈতিক কারণে বাস্তবায়িত হয়নি। সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। যদিও সে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক ও অভিযোগের সৃষ্টি হয়েছিল।

দীর্ঘ ছয় বছর পর ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। নির্বাচন কমিশন ইতোমধ্যেই গঠন করা হয়েছে, চূড়ান্ত করা হয়েছে ভোটার তালিকাও। এবার ২৮টি পদের বিপরীতে জমা পড়েছে ৫০৯টি মনোনয়নপত্র, বিক্রি হয়েছিল ৬৫৮টি। অন্তত ৯টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে—যার মধ্যে সাতটি রাজনৈতিক ও দুটি স্বতন্ত্র।

এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়, যখন ছাত্ররাজনীতি অনেকটাই স্তিমিত। তবে ইতিহাস বলছে, ডাকসু শুধু নেতৃত্ব তৈরির ক্ষেত্র নয়, এটি ছাত্রসমাজের স্বার্থ রক্ষায় সক্রিয় প্ল্যাটফর্মও। অতীতে ডাকসুর নেতারা দেশের জাতীয় রাজনীতিতেও রেখেছেন শক্ত অবস্থান।

প্রায় এক দশক পর ডাকসু নির্বাচন ফিরে আসায় আবারও আলোচনায় এসেছে ছাত্রদের নেতৃত্ব, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার বিষয়গুলো। বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাজনৈতিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টি এখন ৯ সেপ্টেম্বরের দিকে। এই নির্বাচন শুধু নতুন নেতৃত্ব নয়, হয়তো ফিরিয়ে আনবে হারিয়ে যাওয়া ছাত্ররাজনীতির সুনাম ও শক্তি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত