ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

গণঅভ্যুত্থানে গুরুতর আহত আশিকুর ডাকসুতে মুক্তিযুদ্ধ সম্পাদক প্রার্থী

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ২৪ ২১:৪৬:০৯
গণঅভ্যুত্থানে গুরুতর আহত আশিকুর ডাকসুতে মুক্তিযুদ্ধ সম্পাদক প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী আশিকুর রহমান। তিনি সমন্বিত শিক্ষার্থী সংসদ সমর্থিত খালিদ-মাহিন-এ্যানি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আশিকুর রহমান ছিলেন জুলাই মাসের গণঅভ্যুত্থানের একজন সক্রিয় অংশগ্রহণকারী। ৫ আগস্ট লংমার্চে ঢাকা আসার পথে আশুলিয়ায় পুলিশের হাতে ধরা পড়েন তিনি। সেদিন পুলিশের নির্যাতনে গুরুতর আহত হন আশিকুর। পায়ে আঘাতের ফলে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকতে হয় তাকে। চার দফা অস্ত্রোপচার শেষে পায়ে ব্রোণ সিমেন্ট বসানো হয়।

১১ মাস চিকিৎসাধীন থাকার পরও এখনো স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না আশিকুর রহমান। তবে শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তিনি ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন।

আশিকুর ডুয়া নিউজকে বলেন, “আমি মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে প্রাতিষ্ঠানিকভাবে লালন ও ছাত্রসমাজের মধ্যে ছড়িয়ে দিতে চাই। সেই লক্ষ্যেই প্রার্থীহয়েছি।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত