ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
ডাকসুর কাজ নেতা তৈরি নয়, শিক্ষার্থীদের স্বার্থ হাসিল করা: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘ঐকমত্য শিক্ষার্থী জোটে’র ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেছেন, “ডাকসুর কাজ নেতা তৈরি করা নয়, বরং শিক্ষার্থীদের স্বার্থ হাসিল করা। শিক্ষার্থীদের দাবিগুলো প্রশাসনের কাছে তুলে ধরা এবং তা বাস্তবায়নের জন্য কাজ করাই ডাকসুর মূল দায়িত্ব। সেই লক্ষ্যেই আমাদের প্যানেলে সম্পাদকীয় পদগুলোতে বিশেষায়িত প্রার্থী রাখা হয়েছে।”
শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পেরিয়ে গেলেও শিক্ষার্থীরা এখনও আবাসন সংকটে ভুগছে। অনেক বড় স্বপ্ন নিয়ে গ্রাম থেকে আসা শিক্ষার্থীরা এখানে এসে হতাশায় পড়েন। আমরা নির্বাচিত হলে আবাসন সংকট নিরসনসহ শিক্ষার্থীদের মৌলিক সুযোগ-সুবিধার জন্য কাজ করবো।”
তিনি আরও বলেন, “আমাদের শিক্ষার্থীদের খাবার নিয়ে চিন্তা করতে হয়, অথচ বিশ্বের অনেক দেশে শিক্ষার্থীরা এসব নিয়ে ভাবিত নয়। একইভাবে চিকিৎসা সুবিধার অভাবে আমাদের অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়ে। এসব সমস্যার সমাধানে আমরা নিরলসভাবে কাজ করতে চাই।”
রেজিস্ট্রার ভবনে শিক্ষার্থীদের ভোগান্তির প্রসঙ্গে তিনি বলেন, “এখনও মান্ধাতার আমলের মতো কাজকর্ম চলায় শিক্ষার্থীদের এক কাজের জন্য এক অফিস থেকে অন্য অফিসে ঘুরতে হয়। আমরা এ প্রক্রিয়াকে সহজ করতে চাই।”
এসময় তিনি শিক্ষার্থীদের পার্ট-টাইম চাকরি, লাইব্রেরির উন্নয়ন, মসজিদের আধুনিকায়ন, নারী শিক্ষার্থীদের হল সুবিধা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সমস্যা সমাধানের লক্ষ্যে দ্রুত ইশতেহার প্রকাশের আশ্বাস দেন।
সংবাদ সম্মেলনে ঢাবি শিবিরের সভাপতি এসএম ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং