ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
ডাকসুর শীর্ষ ৩ পদে লড়বেন ৬ নারী
জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। সংগঠনগুলোর সবারই প্যানেল ঘোষণা করা শেষ। প্রতিটি দলই প্যানেলগুলোতে এবার উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থী রেখেছে। শুধু শীর্ষ তিন পদেই আছেন ৬ নারী প্রার্থী।
প্যানেলগুলোর মধ্যে সবচেয়ে বেশি নারী প্রার্থীর স্থান হয়েছে ইমি ও বসুর নেতৃত্বে বামপন্থী ছাত্রসংগঠনের একাংশ ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলে। সেখানে সর্বোচ্চ ১২ জন নারী প্রার্থীর স্থান হয়েছে। উমামা-সাদীর নেতৃত্বে গড়া ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলে ভিপিসহ মোট ৭টি ,বাগছাসের প্যানেলে ৬, ছাত্রশিবিরের প্যানেলে ৪, সমন্বিত শিক্ষার্থী সংসদে ৩, অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলে ৩, ইসলামি ছাত্র আন্দোলনে ৩, ছাত্রদলে ২ এবং ছাত্র অধিকার পরিষদের প্যানেলে ১ জন নারী প্রার্থী রয়েছে।
নারী প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি নির্বাচন করবেন।
আরেক ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি। এবার তিনি বাম জোটের ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেল থেকে প্রার্থী হয়ে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল থেকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আশরেফা খাতুন। তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। এই প্যানেলে তিনি ছাড়াও আরও ৫ জন নারী প্রার্থী রয়েছেন।
স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদ ও এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের নেতৃত্বে গড়া প্যানেল 'সমন্বিত শিক্ষার্থী সংসদ'-এ এজিএস পদে নির্বাচন করছেন ফাতেহা শারমিন (এ্যানি)।
ডাকসু ফর চেঞ্জ২০১৯ সালের নির্বাচিত ভিপি নুরুল হক নুরের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের দেওয়া প্যানেল ‘DUCSU For Change’ প্যানেল থেকে সাবিনা ইয়াসমিন জিএস পদে নির্বাচন করেন।
স্বতন্ত্রভাবে এজিএস পদে লড়ছেন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের ২০২০-২১ সেশনের শামসুন নাহার হলের শিক্ষার্থী সানজানা আফিফা (অদিতি)। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলেন৷
৩ বাম সংগঠনের নেতৃত্বে গড়া ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলে অদিতি ইসলামকে এজিএস প্রার্থী করা হয়েছে। প্যানেলের অন্য প্রার্থীরা হলেন- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাহমিদা আলম এবং সদস্যপদে তর্পিতা ইসলাম অব্ধি নির্বাচন করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়