ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

জাবিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

২০২৫ আগস্ট ২১ ১৫:২৯:২৫

জাবিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে তিন দিনের জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানান, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং পরদিন সেনাবাহিনী ক্যাম্পাসে স্ট্রাইকিং ফোর্স হিসেবে অবস্থান করবে।

নির্বাচন ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এর অংশ হিসেবে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান জানিয়েছেন, ১৩ আগস্ট সেনাপ্রধানের কাছে আনুষ্ঠানিকভাবে সেনা মোতায়েনের অনুরোধপত্র পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ