ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

ঢাবিতে ছাত্রলীগের সাবেক নেতা আটক

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ১৭ ১৭:৩৫:২৯
ঢাবিতে ছাত্রলীগের সাবেক নেতা আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঠিকাদারির টাকা নিতে এসে আটক হয়েছেন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিব হোসেন।

রবিবার (১৭ আগস্ট) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ের একটি কক্ষ থেকে প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটক রাকিব হোসেন ঢাবির ২০০৯-১০ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলো।

আটকের সময় রাকিব বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের কিছু ঠিকাদারির জামানতের টাকা নিতে এসেছে। এসময় প্রক্টরিয়াল টিম তাকে নিতে আসলে সে টয়লেটে ঢুকে লুকানোর চেষ্টা করে। পরবর্তীতে তাকে সেখান থেকে আটক করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, হাইকোর্ট মোড়ে ছাত্রদলের উপর হামলার ঘটনায় তার একটি মামলা রয়েছে। আজ সে ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল টিমকে জানায় এবং থানায় দিয়ে আসা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত