ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

'ডাকসু ভোটে অংশ নিতে পারবেন না জুলাই অভ্যুত্থানের আসামিরা'

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ১৫ ১৯:৫৮:০৩
'ডাকসু ভোটে অংশ নিতে পারবেন না জুলাই অভ্যুত্থানের আসামিরা'

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত হামলা মামলার আসামিরা প্রার্থী বা ভোটার হিসেবে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর সাংবাদিকদের তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান হামলার মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা ডাকসু নির্বাচনে প্রার্থী হতে বা ভোট দিতে পারবেন না। ভোটের আগের দিনও অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ভোট থেকে বিরত রাখা হবে।”

এদিন চতুর্থ দিনে মনোনয়ন ফরম নিয়েছেন একজন প্রার্থী—সদস্য পদের জন্য। একজন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এখন পর্যন্ত মোট ৪৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে ১ জন, এজিএস পদে ২ জন, সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদে ১৩ জন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত