ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

‘গবেষণা থেকে স্টার্টআপ’ শীর্ষক শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মিনি সিম্পোজিয়াম

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ১৩ ২০:২৬:৪২
‘গবেষণা থেকে স্টার্টআপ’ শীর্ষক শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মিনি সিম্পোজিয়াম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) আগামীকাল ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে “গবেষণা থেকে স্টার্টআপ: বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তোলা” শীর্ষক এক মিনি সিম্পোজিয়াম। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সাস্ট রিসার্চ সেন্টারের আয়োজনে এই অনুষ্ঠান হবে।

সিম্পোজিয়ামে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সৌদি আরবের মদিনায় প্রিন্স মুগরিন বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি ও ফরেনসিক কম্পিউটিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রহমান, সাস্টের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান এবং গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরেয়ার।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণাকে কীভাবে বাজারমুখী পণ্য ও সেবায় রূপান্তর করা যায় এবং উদ্ভাবনী স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো ও নীতি নিয়ে আলোচনা হবে। বক্তারা শিল্প–অকাদেমিক সহযোগিতা, শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি এবং স্টার্টআপ ইনকিউবেশন সেন্টারের প্রয়োজনীয়তা তুলে ধরবেন বলে জানা গেছে।

আয়োজকরা আশা করছেন, এই সিম্পোজিয়াম সাস্টসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনমুখী পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত