ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

নিজের অজান্তেই ছাত্রদলে পদ পান, দাবি ঢাবি শিক্ষার্থীর

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ০৯ ১৪:২৭:২২
নিজের অজান্তেই ছাত্রদলে পদ পান, দাবি ঢাবি শিক্ষার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে নিজের অজান্তেই পদ পেয়েছেন ঢাবি শিক্ষার্থী এন এস সায়মন।

শুক্রবার (৮ আগষ্ট) কমিটি ঘোষণার পর এক ফেসবুক পোস্টে এ দাবি করেন তিনি। সাইমন ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে সদস্য পদ পান।

সাইমন বলেন, ‎‎আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে ছাত্ররাজনীতি সম্পর্কে ইতিবাচক ধারণা রাখতাম না। তার উপর গণরুম, গেস্টরুমের সংস্কৃতি আমার ব্যক্তিগত প্রোডাক্টিভিটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আমি অন্তর থেকে খুশি হই যখন হলগুলো থেকে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হয়। ‎বলতে দ্বিধা নেই আমি তবুও, আমার পারিবারিক সিদ্ধান্তে প্রচলিত কোনো ছাত্ররাজনীতিতে যুক্ত হইনি বা হতেও আগ্রহী না। ‎তিনি বলেন, ‎অথচ আজ আমি দেখতে পাচ্ছি, একটি ছাত্র সংগঠনের (ছাত্রদল) কমিটিতে আমার নাম প্রকাশ করা হয়েছে। আমি আমার বন্ধু, রুমমেট (হল ছাত্রদলের যুগ্ম- আহবায়ক) এবং ঘনিষ্ঠ ভাইদের আগেই জানিয়েছি, আমি ছাত্রদল বা অন্য কোনো ছাত্ররাজনীতির কমিটিতে থাকতে চাই না। আমি একজন স্বাধীন ব্যক্তি হিসেবে থাকতে চাই।‎সাইমন বলেন, আমি ছাত্রসংসদ কেন্দ্রিক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী। অথচ এখন আমার অনুমতি ব্যতীত আমার নাম রাজনৈতিক পদে থাকায় আমার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমি চাই, আমার নাম ছাত্রদলের কমিটি থেকে অবিলম্বে প্রত্যাহার করা হোক এবং এই বিষয়ে একটি আনুষ্ঠানিক নোটিশ প্রকাশ করা হোক। একই সাথে কে, কারা, কেন এমনটি করলো তার সুস্পষ্ট ব্যাখ্যা লিখিতভাবে দেয়ার দাবি জানান তিনি।‎‎এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রদলের শীর্ষ দুই নেতার কারোরই বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত