ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
হাসিনার বিরুদ্ধে চিফ প্রসিকিউটরের বক্তব্য শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ তিন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শুরু হয়েছে। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই সূচনা বক্তব্য প্রদান করছেন। বক্তব্যর শুরুতে চিফ প্রসিকিউটর বলেন, আজকের দিনটি ঐতিহাসিক।
রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি শুরু হয়।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহাম্মদ মোহিতুল হক।
রোববার (৩ আগস্ট) সকাল থেকে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন এবং সূচনা বক্তব্য উপস্থাপনের আগে তিনি একটি সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এই মামলায় অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে মামুন সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে রাজি হন, এবং তার আবেদন ট্রাইব্যুনাল গ্রহণ করেছে।
এর আগে গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন, এবং একই সঙ্গে ৩ আগস্ট সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরুর দিন নির্ধারণ করেন।
মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর মাধ্যমে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
সেদিন আদালতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আসামিদের মধ্যে পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজেকে দোষী স্বীকার করে রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
রোববার ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানিতে মামুনের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী জায়েদ বিন আমজাদ, আর তিনি নিজেও আদালতে হাজির ছিলেন। আদালতের সামনে মামুন বলেন, জুলাই-আগস্ট গণ-আন্দোলনের সময় আমাদের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য। আমি এসব ঘটনায় নিজেকে দায়ী মনে করছি এবং আদালতের কাছে দোষ স্বীকার করছি। আমি রাজসাক্ষী হয়ে আন্দোলন চলাকালে সংঘটিত অপরাধের বিস্তারিত প্রকাশে সহযোগিতা করতে চাই।
তার এই বক্তব্যের পর আদালত পাঁচটি মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেন।
এর আগে, গত ৭ জুলাই ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ঘোষণার জন্য ৩ আগস্ট দিন ধার্য করেন। মামলার অপর দুই আসামি, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন অব্যাহতির আবেদন জানান।
মামলার আগের কার্যক্রম
গত ১ জুলাই প্রসিকিউশন এ মামলায় অভিযোগ গঠনের পক্ষে শুনানি শেষ করে। সেদিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে উপস্থিত ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে আইনজীবী জায়েদ বিন আমজাদ।
গত ১৭ জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের স্বাক্ষরে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং তা বিভিন্ন জাতীয় দৈনিকে ছাপানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্ধারিত সাত দিনের মধ্যে তারা হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চলবে।
এর আগে, গত ১ জুন জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একইদিনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ২৭ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস