ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম দ্বিগুণ হচ্ছে
.jpg)
ডুয়া ডেস্ক: সরকার শিল্পকারখানা এবং ক্যাপটিভ পাওয়ারে নতুন গ্যাস সংযোগের জন্য দাম দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, তারা আমদানি করা এলএনজির খরচ অনুযায়ী দাম আদায় করতে চায়। এদিকে পুরোনো শিল্পকারখানাগুলো যদি লোড বাড়ানোর জন্য গ্যাস চান তাদেরও দ্বিগুণ মূল্য দিতে হবে। বর্তমানে শিল্প গ্রাহকদের জন্য গ্যাসের মূল্য প্রতি ঘনমিটার ৩০ টাকা এবং ক্যাপটিভ পাওয়ারের জন্য ৩০ টাকা ৭৫ পয়সা নির্ধারিত রয়েছে। তবে এলএনজির আইএন ব্যয় ৬০-৬৫ টাকা।
ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, সরকার জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সুষ্ঠু সরবরাহ করতে পারছে না। ফলে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। গ্যাসের এই দর বৃদ্ধির ফলে নতুন বিনিয়োগও পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে তারা আশঙ্কা করছেন। গত ২৭ ডিসেম্বরের সভার এক সিদ্ধান্ত অনুসারে নতুন সংযোগের জন্য গ্যাসের দাম এলএনজির আমদানি ব্যয়ের সঙ্গে সমন্বিত করা হবে। তবে যারা ইতোমধ্যে সংযোগের প্রতিশ্রুতি পেয়েছেন তাদের জন্য দাম ৫০ শতাংশ বর্তমান মূল্যে এবং বাকি ৫০ শতাংশ এলএনজির দরের সঙ্গে মিলে যাবে।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এই সিদ্ধান্ত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) পাঠানো হবে। গ্রাহকদের অতিরিক্ত গ্যাস ব্যবহারের তথ্য মাসভিত্তিক দিতে বলা হয়েছে।
পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (হিসাব) আব্দুল জলিল বলেছেন, বিতরণ কোম্পানিতে চিঠি পাঠানো হয়েছে এবং নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। ব্যবসায়ীরা নতুন প্রস্তাবের বিপরীতে যে প্রতিযোগিতার সমস্যার কথা বলছেন তা সত্য হলে নতুন উদ্যোক্তাদের বেঁচে থাকা কঠিন হয়ে যাবে।
বর্তমানে পেট্রোবাংলা দৈনিক ২৮৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করছে। এর মধ্যে এলএনজি থেকে ৮৫ কোটি ঘনফুট পাওয়া যাচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরে গ্যাসের গড় মূল্য ছিল ২৪ টাকা ৩৮ পয়সা। তবে পেট্রোবাংলা বিক্রি করছে ২২ টাকা ৮৭ পয়সা দামে।
এর আগে ফেব্রুয়ারি মাসে নির্বাহী আদেশে গ্যাসের দাম গড়ে ৮২ শতাংশ বাড়ানো হয়েছিল। তখন শিল্পে গ্যাসের দাম ১১ টাকা ৯৮ পয়সা থেকে ৩০ টাকায় নিয়ে আসা হয়। ক্যাপটিভে দাম বাড়িয়ে ৩০ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস