ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
শেয়ারবাজারে আশার আলো: সূচকের উত্থানে স্বস্তিতে বিনিয়োগকারীরা
                                    গত কার্যদিবস বুধবারের মত আজও সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থান হয়েছে দেশের শেয়ারবাজারে। আগের দিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছিল প্রায় ২৭ পয়েন্ট। আজ বেড়েছে প্রায় ২৯ পয়েন্ট। নতুন অর্থবছরের দুই কার্যদিবসে ডিএসইর প্রধান সূচকে যোগ হয়েছে প্রায় ৫৬ পয়েন্ট।
সূচকের উত্থানের পাশাপাশি অর্থবছরের দুই কার্যদিবসে লেনদেনও ধারাবাহিকভাবে বেড়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৭৯ কোটি ৫২ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৫০৬ কোটি ১৮ লাখ টাকা
অপরদিকে, সিএসইতেও আজ সব সূচক বেড়েছে। পাশাপাশি আজ সিএসইতে লেনদেনে বড় অগ্রগতি দেখা গেছে। সূচক ও লেনদেনের এই বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে, নতুন অর্থবছরের শুরুতে বাজার একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়ানোর প্রক্রিয়া রয়েছে এবং সামনের দিনগুলোতেও ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, যা সামগ্রিকভাবে শেয়ারবাজারের স্থিতিশীলতা ও প্রবৃদ্ধিতে সহায়ক হবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ (০৩ জুলাই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯৪.০৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫.৩৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৮.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৩৬.১১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫৪টির দর বেড়েছে, ১৮১টির দর কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৪৭৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৭৯ কোটি ৫২ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৬ কোটি ৬৬ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ২১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৭টির, কমেছে ৫৫টির এবং পরিবর্তন হয়নি ৩৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৯.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬২৮.৪৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৯৩.১৯ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে