ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

টানা ৩ দিন শেয়ারবাজারের লেনদেন বন্ধ

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ জুলাই ০৩ ১৪:১১:৫৯
টানা ৩ দিন শেয়ারবাজারের লেনদেন বন্ধ

আসন্ন আশুরা উপলক্ষে দেশের উভয় শেয়ারবাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন আগামী শুক্রবার থেকে রবিবার (০৪-০৬ জুলাই) পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আগামী রবিবার (৬ জুলাই) পবিত্র আশুরা পালিত হবে। এই উপলক্ষে ওই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সরকারি ছুটির কারণে শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে। এই ছুটির কারণে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত হয়ে দেশের শেয়ারবাজার টানা তিন দিনের জন্য বন্ধ থাকছে।

বিনিয়োগকারী এবং বাজার সংশ্লিষ্টদের জন্য এটি একটি বিরতি। ছুটির পর আগামী সোমবার (০৭ জুলাই) থেকে শেয়ারবাজারে পুনরায় স্বাভাবিক নিয়মে লেনদেন চালু হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত