ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে: প্রেস সচিব

২০২৫ জানুয়ারি ০৫ ১৮:০৫:৫৬
জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে: প্রেস সচিব

ডুয়া ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শফিকুল আলম বলেছেন, জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। কিন্তু এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তিনি রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাসে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং পিবিআই অনেক কার্যক্রমে জড়িত। তিনি আশা প্রকাশ করেন, পিবিআই ভালো কিছু করতে সক্ষম হবে।

শফিকুল আলম জানান, রাষ্ট্রীয় গণমাধ্যমের গুরুত্ব রয়েছে। তিনি উল্লেখ করেন, বিটিভি এবং বাসসের কাছে সংবাদ এবং তথ্য সম্প্রচারের জন্য আলাদা প্রয়োজনীয়তা রয়েছে। গত ৩১ ডিসেম্বর বিটিভি নিউজ চালু হয়েছে, যদিও আপাতত এটি পরীক্ষামূলক। তিনি আশা প্রকাশ করেন যে, বিটিভি এবং বাসস তাদের মেধার যথাযথ ব্যবহার করে মানসম্মত প্রোগ্রাম এবং সংবাদ উপস্থাপন করতে সক্ষম হবে।

তিনি আরও উল্লেখ করেন, সকলকে বাংলাদেশের আইন অনুযায়ী প্রেস স্বাধীনতার ব্যবহার করতে দেওয়া হয়েছে এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের প্রয়োজনীয় সম্পদ ও সহায়তা পাওয়া যাবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে