ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ঢাবির হলে ফার্স্ট এইড বক্স ও ডাকসুর গঠনতন্ত্র দিলো শিবির

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ জুলাই ০২ ১৬:৩২:১৭
ঢাবির হলে ফার্স্ট এইড বক্স ও ডাকসুর গঠনতন্ত্র দিলো শিবির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮ টি হলের শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড বক্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্র দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ঢাবি শাখা।

বুধবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি হলের প্রতিনিধিদের কাছে এসব তুলে দেন ঢাবি শাখা শিবির সভাপতি এস এম ফরহাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারি মুহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার প্রমুখ।

এ বিষয়ে শাখা সভাপতি ফরহাদ বলেন, আমরা ঢাবির ১৮ টি হলের জন্য আমরা প্রত্যেকটা হলের প্রতিনিধির কাছে ফার্স্ট এইড বক্স দিয়েছি যাতে কারো ইমার্জেন্সি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা নিতে পারে। এটা মূলত মৌলিক কাজ।

তিনি আরও বলেন, ডাকসুর প্রধান যে গঠনতন্ত্র তা পুরোটা ইংরেজিতে লেখা। আমরা এর আগেও এর অনুবাদ বের করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের সক্রিয় সকল ছাত্রসংগঠনের সাথে আলোচনা করে সংশোধিত যে গঠনতন্ত্র তৈরী করেছে সেটিও ইংরেজিতে লেখা। তাই সকলের সুবিধার্থে আমরা এটির বঙ্গানুবাদ করেছি। এটি প্রত্যেক হলে আমাদের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করবো। সেখান থেকে যে কেউ নিতে পারবেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত