ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

যে কারণে বন্ধ হয়েছিল সাকিব আল হাসানের সিনেমা

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ জুন ২৭ ১৯:০৫:৩৫
যে কারণে বন্ধ হয়েছিল সাকিব আল হাসানের সিনেমা

বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসান মাঠে যেমন দাপট দেখান, মাঠের বাইরে তেমনই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন নানা কারণে। সম্প্রতি তার বিতর্কিত রাজনৈতিক জীবন, ব্যবসায়িক চ্যালেঞ্জ এবং ক্রিকেটে ফেরা নিয়ে আলোচনা চলছে।

তবে এই সবের বাইরে একটি চাঞ্চল্যকর তথ্য মিডিয়াকে একেবারে নাড়া দিয়েছে—এক সময় সিনেমার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন সাকিব!

হ্যাঁ, এক যুগ আগে ‘সবকিছু পেছন ফেলে’ নামের একটি ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবির গল্প ছিল পাঁচ তরুণ-তরুণীর জীবন নিয়ে। কক্সবাজারে শুটিংও হয়েছিল সাকিবের অংশে।

কিন্তু গণমাধ্যমে খবর ফাঁস হওয়ার পর সাকিব পুরো বিষয়টি অস্বীকার করেন। গোপন থাকলে হয়তো সিনেমার কাজ চালিয়ে যেত, কিন্তু এই অস্বীকার ছবির পুরো প্রজেক্টকেই থামিয়ে দেয়।

নির্মাতা রাজিবুল হোসেন অনেকদিন চুপ ছিলেন, কিন্তু সম্প্রতি মুখ খুলেছেন। তিনি বলেন, ‘সিনেমাটি বন্ধ হয়েছে সাকিবের অস্বীকারের কারণেই। তবে দোষ একদিক থেকে তার নয়।’

সাকিব তখন ফুজিফিল্ম বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন এবং ফুজিফিল্মের পক্ষ থেকে সিনেমার সঙ্গে যুক্ত হয়েছিলেন। শুটিং শুরু হয়, কিন্তু খবর প্রকাশের পর ফুজিফিল্ম চাপে পড়ে এবং পরে নির্মাতাকে সাকিবকে বাদ দিয়ে কাজ শেষ করার অনুরোধ জানায়।

তবুও নির্মাতা অসম্পূর্ণ সত্য নিয়ে কাজ করতে রাজি হননি, তাই সিনেমাটি বন্ধ হয়ে যায়। এতে ৬৫ লাখ টাকা বিনিয়োগও ডুবেছে।

নির্মাতা এখন চান সবাই জানুক কেন ‘সবকিছু পেছন ফেলে’ শেষ হয়নি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রেকর্ড গড়ল চট্টগ্রাম বন্দর

রেকর্ড গড়ল চট্টগ্রাম বন্দর

বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। সোমবার শেষ হওয়া অর্থবছরে বন্দরে... বিস্তারিত