ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
যে কারণে বন্ধ হয়েছিল সাকিব আল হাসানের সিনেমা
.jpg)
বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসান মাঠে যেমন দাপট দেখান, মাঠের বাইরে তেমনই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন নানা কারণে। সম্প্রতি তার বিতর্কিত রাজনৈতিক জীবন, ব্যবসায়িক চ্যালেঞ্জ এবং ক্রিকেটে ফেরা নিয়ে আলোচনা চলছে।
তবে এই সবের বাইরে একটি চাঞ্চল্যকর তথ্য মিডিয়াকে একেবারে নাড়া দিয়েছে—এক সময় সিনেমার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন সাকিব!
হ্যাঁ, এক যুগ আগে ‘সবকিছু পেছন ফেলে’ নামের একটি ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবির গল্প ছিল পাঁচ তরুণ-তরুণীর জীবন নিয়ে। কক্সবাজারে শুটিংও হয়েছিল সাকিবের অংশে।
কিন্তু গণমাধ্যমে খবর ফাঁস হওয়ার পর সাকিব পুরো বিষয়টি অস্বীকার করেন। গোপন থাকলে হয়তো সিনেমার কাজ চালিয়ে যেত, কিন্তু এই অস্বীকার ছবির পুরো প্রজেক্টকেই থামিয়ে দেয়।
নির্মাতা রাজিবুল হোসেন অনেকদিন চুপ ছিলেন, কিন্তু সম্প্রতি মুখ খুলেছেন। তিনি বলেন, ‘সিনেমাটি বন্ধ হয়েছে সাকিবের অস্বীকারের কারণেই। তবে দোষ একদিক থেকে তার নয়।’
সাকিব তখন ফুজিফিল্ম বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন এবং ফুজিফিল্মের পক্ষ থেকে সিনেমার সঙ্গে যুক্ত হয়েছিলেন। শুটিং শুরু হয়, কিন্তু খবর প্রকাশের পর ফুজিফিল্ম চাপে পড়ে এবং পরে নির্মাতাকে সাকিবকে বাদ দিয়ে কাজ শেষ করার অনুরোধ জানায়।
তবুও নির্মাতা অসম্পূর্ণ সত্য নিয়ে কাজ করতে রাজি হননি, তাই সিনেমাটি বন্ধ হয়ে যায়। এতে ৬৫ লাখ টাকা বিনিয়োগও ডুবেছে।
নির্মাতা এখন চান সবাই জানুক কেন ‘সবকিছু পেছন ফেলে’ শেষ হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার
- খোঁজ মিলছে না আয়াতুল্লাহ খামেনির!
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক গ্রেপ্তার
- ঢাবির হলে প্রকাশ্যে ধূমপানে ২০০ টাকা জরিমানার ঘোষণা
- প্রাতিষ্ঠানিকদের দখলে ৮ কোম্পানি: ৪০ শতাংশের বেশি বিনিয়োগ
- ১০ শতাংশ শেয়ারও নেই ৮ কোম্পানির উদ্যেক্তা-পরিচালকদের
- আট কোম্পানির উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ৮০ শতাংশের বেশি শেয়ার
- সরকারি চাকরিতে আসছে অবসরের নতুন নিয়ম
- এক কোম্পানির যাদুতেই শেয়ারবাজারে উত্থান!
- ‘র’-এর ৬ এজেন্ট গ্রেপ্তার
- রেকর্ড দামে তিন প্রতিষ্ঠান: বিনিয়োগকারীদের মধ্যে উচ্ছ্বাস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তিন কোম্পানি
- শেয়ারবাজারের ৯ ব্যাংকের সম্পদ যাচাই করবে বাংলাদেশ ব্যাংক
- রেকর্ড তলানিতে তিন কোম্পানির শেয়ার: বিনিয়োগকারীদের উদ্বেগ
- ঢাবিতে বিস্ফোরণের শব্দে প্রকম্পিত টিএসসি এলাকা