ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
চীন সফরে বিএনপির বার্তা

চীনের রাজধানী বেইজিংয়ে সফররত বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াং ঝাও রাজনৈতিক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি এক চীন নীতির প্রতি বিএনপির স্পষ্ট সমর্থনকে স্বাগত জানান।
বিএনপির মিডিয়া সেল জানায়, মঙ্গলবার (২৪ জুন) রাতে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-কে বিএনপি পক্ষ থেকে যুগান্তকারী এবং বিশ্বব্যাপী উন্নয়ন ও জনকল্যাণে অবিশ্বাস্য অবদান হিসেবে উল্লেখ করা হয়। প্রেসিডেন্ট শিকে অভিনন্দনও জানানো হয় এই উদ্যোগের জন্য।
বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানের সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে চীনের আরও সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশিত।
বৈঠক শেষে বিএনপি প্রতিনিধি দল চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার মিজ সুন হাইয়ানের আমন্ত্রণে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেয়।
চীন সফররত প্রতিনিধি দলে মির্জা ফখরুল ছাড়াও রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
চীন সফরের দ্বিতীয় দিন বিএনপি প্রতিনিধি দল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গেও বৈঠক করেছে। এর আগে সোমবার (২৩ জুন) পিপলস গ্রেট হলে সিপিসি পলিটব্যুরোর সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান লি হংঝংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- আ’লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টায় বামপন্থীরা: ঢাবি শিবির