ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

জরিমানা দিয়ে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিল মালয়েশিয়া

২০২৫ মে ১৯ ১৮:৪৫:২০
জরিমানা দিয়ে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিল মালয়েশিয়া

ডুয়া ডেস্ক: মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ 'অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০' শিরোনামে নতুন একটি উদ্যোগ চালু করেছে, যার উদ্দেশ্য—দেশে অবস্থানরত অবৈধ অভিবাসীদের একটি মানবিক, শৃঙ্খলিত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ করে দেওয়া।

ইমিগ্রেশন বিভাগের এক ফেসবুক পোস্টে জানানো হয়, প্রথম দিনেই কর্মসূচিতে অংশগ্রহণ ছিল অত্যন্ত আশাব্যঞ্জক। মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক অভিবাসী স্বতঃস্ফূর্তভাবে নির্ধারিত কেন্দ্রে এসে আবেদন করেন। সেখানেই তাদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, নিবন্ধন প্রক্রিয়া এবং দেশে ফেরার প্রস্তুতি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

বিভাগটি আরও জানিয়েছে, এই কার্যক্রম পরিচালিত হচ্ছে সততা, দক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখে, যাতে অভিবাসন ব্যবস্থাপনা আরও সুসংগঠিত ও নিরাপদ থাকে।

এই কর্মসূচিকে শুধু অভিবাসীদের স্বার্থেই নয়, বরং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছে ইমিগ্রেশন বিভাগ। ভবিষ্যতে এই উদ্যোগকে আরও কার্যকর ও আধুনিকভাবে পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধ অভিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন সময় থাকতেই এ কর্মসূচিতে অংশ নিয়ে কোনো আইনি জটিলতা ছাড়াই স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ গ্রহণ করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে