ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া সেই বিমান

২০২৫ মে ১৬ ১৫:১৩:৫৬
ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া সেই বিমান

ডুয়া ডেস্ক: কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আকাশে ওড়ার পর পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। তবে সব ধরনের সতর্কতা গ্রহণের পর বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছে।

শুক্রবার (১৬ মে) দুপুর আড়াইটার পর বিমানটি অবতরণ করে। এতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে রানওয়েতে সতর্কতা জারি করা হয় এবং অস্থায়ীভাবে রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া, নিরাপত্তা নিশ্চিতে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি কক্সবাজার থেকে ঢাকায় আসছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর বলেন, “আমাদের ইঞ্জিনিয়ারিং টিম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রস্তুত ছিল। ফ্লাইটটিকে ইমারজেন্সি ঘোষণা দেওয়া হয়।”

বিমানের বিশেষজ্ঞ দল জানিয়েছে, এমন পরিস্থিতিতেও পেছনের একটি চাকা না থাকলেও বিমান নিরাপদভাবে অবতরণ করা সম্ভব। এ ক্ষেত্রে পাইলটের দক্ষতা ও সময়মতো নেওয়া পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিমানের এই নিরাপদ অবতরণে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে