ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

অপসারণ করা হলো ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতিকে

২০২৫ মে ১৬ ১১:৩৮:১৭
অপসারণ করা হলো ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতিকে

ডুয়া ডেস্ক: ব্রাজিলের রিও ডি জেনিরোর একটি আদালতের রায়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেজকে পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে সিবিএফ বোর্ডের সদস্যরাও দায়িত্ব হারিয়েছেন। ফেডারেশনের সহ-সভাপতি ফার্নান্দো সারনি আপাতত অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করবেন। খবর রয়টার্স।

জানা গেছে, রদ্রিগেজের অপসারণ চেয়ে আদালতে আবেদন করেছিলেন ফার্নান্দো সারনিই। আদালত তাকে দ্রুত সময়ের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত সিবিএফ কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

রদ্রিগেজকে অপসারণের পেছনে রয়েছে একটি চুক্তিকে ঘিরে জালিয়াতির অভিযোগ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সাবেক সিবিএফ সভাপতি আন্তোনিও কার্লোস নুনেস দে লিমার স্বাক্ষর জাল করে নিজেকে ২০৩০ সাল পর্যন্ত পুনর্নির্বাচিত হওয়ার সুযোগ করে নিয়েছিলেন। আদালতের ভাষ্য, ২০১৮ সাল থেকে মস্তিষ্কের ক্যানসারে ভুগছেন নুনেস দে লিমা এবং মানসিকভাবে তিনি অক্ষম; সেক্ষেত্রে ওই চুক্তির আইনগত ভিত্তি নেই।

বিচারক গ্যাব্রিয়েল দে অলিভেইরা জেফিরো বলেন, “এই চুক্তি বাতিল এবং অকার্যকর। এর ভিত্তিতে বর্তমান সিবিএফ প্রশাসন বৈধ নয়। তাই একটি স্বচ্ছ ও বৈধ নির্বাচনের আয়োজন এখন অত্যাবশ্যক।”

উল্লেখ্য, এর আগেও গত বছরের ডিসেম্বরে আদালতের রায়ে রদ্রিগেজ বরখাস্ত হয়েছিলেন। তবে তখন ব্রাজিল সুপ্রিম কোর্ট তাকে পুনর্বহাল করে, কারণ তার অনুপস্থিতিতে জাতীয় দল ফিফার নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারত।

গত মার্চ মাসেই আবারও সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছিলেন রদ্রিগেজ এবং সম্প্রতি কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের কোচ হিসেবে ঘোষণা দেন। কিন্তু তিন মাসের ব্যবধানে আবারও তাকে পদচ্যুত হতে হলো।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে