ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতের প্রতি ফের উদারতা দেখাল পাকিস্তান

২০২৫ মে ১৫ ১৭:২৭:৪৫
ভারতের প্রতি ফের উদারতা দেখাল পাকিস্তান

ডুয়া ডেস্ক: চরম উত্তেজনার মধ্যে ভারতের প্রতি আবারও বিরল উদারতা দেখাল পাকিস্তান। বুধবার (১৪ মে) ভারত তাদের একজন আটক সীমান্তরক্ষী সদস্যকে পাকিস্তানকে ফেরত দিয়েছে। একইভাবে, ভারতীয় বাহিনীও পাকিস্তান রেঞ্জার্সের একজন সদস্যকে হস্তান্তর করেছে। এই পারস্পরিক হস্তান্তরকে সীমান্তে বিরল সদিচ্ছার প্রকাশ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৫ মে) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

পাকিস্তান সরকার ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)-এর কনস্টেবল পূর্ণম কুমারকে ফেরত দিয়েছে, যিনি গত ২৩ এপ্রিল অনিচ্ছাকৃতভাবে পাকিস্তানের গণ্ডা সিং ওয়ালা/ফিরোজপুর সেক্টরে প্রবেশ করেছিলেন এবং পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হন।

অন্যদিকে, ভারতীয় বিএসএফ কর্মকর্তারা পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মোহাম্মদউল্লাহকে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়েছেন, যিনি অনুরূপভাবে সীমান্ত পার হয়ে ভারতের ভেতরে প্রবেশ করেছিল এবং গ্রেপ্তার হয়েছিল।

উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে একাধিক ‘পতাকা বৈঠক’-এর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, এবং আজ সকালে দুই দেশের প্রতিনিধিরা সীমান্তে আনুষ্ঠানিকভাবে উভয় সদস্যকে নিজ নিজ দেশের হাতে হস্তান্তর করেন।

এক বিবৃতিতে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী জানায়, “কনস্টেবল পূর্ণম কুমারকে পাকিস্তান রেঞ্জার্স নিরাপদে ফেরত দিয়েছে। আমরা এ পদক্ষেপকে স্বাগত জানাই এবং এটিকে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখি।”

বিশ্লেষকদের মতে, ‘কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের সময়ে এ ধরনের বিনিময় পারস্পরিক আস্থা গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে।’

উল্লেখ্য, সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ ও ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ভারত-পাকিস্তান সীমান্তে চলাচল প্রায় বন্ধ রয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এমন পরিস্থিতিতে এই সেনা বিনিময় ঘটনা একটি বিরল ও গঠনমূলক অগ্রগতি হিসেবে গণ্য হচ্ছে।

এর আগে, ২০১৯ সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা ঘটনার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছিল। ওই সময় আজাদ কাশ্মীরে ভারতের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে সেটির পাইলট অভিনন্দন বর্তমান পাকিস্তানি সেনাদের হাতে আটক হন। অভিনন্দন ধরা পড়ার পরদিনই পাকিস্তানের তখনকার প্রধানমন্ত্রী ইমরান খান তাকে মুক্তি দেওয়ার ঘোষণা দিলে সেই যুদ্ধের তীব্রতা কিছুটা শান্ত হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে