ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বাজার মন্দায় আলো ছড়াল ‘এ’ ক্যাটাগরির শেয়ার

২০২৫ মে ১৫ ১৬:৪০:১৮
বাজার মন্দায় আলো ছড়াল ‘এ’ ক্যাটাগরির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (১৫ মে) সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের শেয়ারবাজারে ব্যাপক দরপতন ঘটেছে। পতনের এই ধারাবাহিকতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৫৪ দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৭৮১.০২ পয়েন্টে, যা গত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।

তবে এমন অবস্থার মাঝেও টাকার অঙ্কে ডিএসইতে লেনদেন বেড়েছে। আজ মোট ২৯৬ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার টাকা বেশি।

এই লেনদেন বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে ‘এ’ ক্যাটাগরির আটটি প্রতিষ্ঠান। ডিএসইর বাজার বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।

লেনদেন বৃদ্ধির তালিকায় থাকা ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলো হলো- বিচ হ্যাচারি, এনআরবি ব্যাংক, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক এবং ফাইন ফুডস।

ডিএসইর তথ্যমতে, সর্বোচ্চ লেনদেন হয়েছে বিচ হ্যাচারির শেয়ারে। আজ প্রতিষ্ঠানটির মোট ২১ কোটি ৬৯ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিন শেষে এর প্রতিটি শেয়ার ৪৪ টাকায় লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এনআরবি ব্যাংকের, যার ৮ কোটি ৬৮ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। ব্যাংকটির প্রতিটি শেয়ার ১২ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।

অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে:এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬ কোটি ৮৪ লাখ ৪২ হাজার টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৬ কোটি ৫৪ লাখ ৯২ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৬ কোটি ৯ লাখ ৮৯ হাজার টাকা, উত্তরা ব্যাংকের ৫ কোটি ১২ লাখ ৩৫ হাজার টাকা, সিটি ব্যাংকের ৪ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার টাকা এবং ফাইন ফুডসের ৪ কোটি ৬৯ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে