ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রাবি রেজিস্ট্রারের বাড়িতে ক-ক-টে-ল বি-স্ফো-রণ

২০২৫ মে ০১ ১৩:২২:৫২
রাবি রেজিস্ট্রারের বাড়িতে ক-ক-টে-ল বি-স্ফো-রণ

ডুয়া ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসঊদের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে বিনোদপুরের মন্ডলের মোড়ে অবস্থিত তার নিজ বাড়ির প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা এই হামলা চালায়। বিস্ফোরণে কেউ হতাহত না হলেও এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, ঘটনাস্থলে তিনটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “ভেবেছিলাম বাড়ির গেটে হামলা হয়েছে কিন্তু গিয়ে দেখি সরাসরি বাড়িতে হামলা হয়েছে! একজন শিক্ষকের বাড়িতে এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত উদ্বেগজনক।”

রেজিস্ট্রার ড. মাসঊদ এক ফেসবুক পোস্টে বলেন, “ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম। তারা কখনো বাড়ি পর্যন্ত আসার সাহস দেখায়নি। কিন্তু আজ গভীর রাতে আমার বাড়ির দরজায় হামলা চালিয়েছে কাপুরুষরা। এদের শিকড়সহ নির্মূল করা হোক।”

এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে