ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ইসরাইলি গু-প্তচ-রের ফাঁ-সি দিল ইরান

২০২৫ মে ০১ ১২:২১:০১
ইসরাইলি গু-প্তচ-রের ফাঁ-সি দিল ইরান

ডুয়া ডেস্ক: ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে সহায়তার অভিযোগে ইরানে মোহসেন লাঙ্গারনেশিন নামের একজন ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা ‘মিজান’-এর তথ্যমতে, ২০২০ সাল থেকে দুই বছর ধরে মোসাদের সঙ্গে যুক্ত ছিলেন লাঙ্গারনেশিন। তিনি সংস্থাটিকে লজিস্টিক, প্রযুক্তিগত ও অভিযানিক সহায়তা দিয়েছেন বলে অভিযোগ।

২০২২ সালের মে মাসে তেহরানে ইসলামিক রেভুলিউশনারি গার্ডস কোর (আইআরজিসি)-এর কর্নেল সাইয়্যাদ খোদাই হত্যায় লাঙ্গারনেশিনের সংশ্লিষ্টতার কথাও জানানো হয়। নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে, ওই হত্যাকাণ্ডের দায় ইসরায়েল যুক্তরাষ্ট্রকে স্বীকার করে জানিয়েছিল।

মিজান জানায়, খোদাইয়ের ওপর হামলার দিন লাঙ্গারনেশিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তার গতিবিধি নজরে রাখতে একটি মোটরসাইকেল কিনেছিলেন। এছাড়া ইসপাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট একটি শিল্প স্থাপনায় হামলায় সহায়তার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ইরান দাবি করেছে, অভিযুক্তের বিরুদ্ধে উপস্থাপিত গোয়েন্দা ও প্রযুক্তিগত প্রমাণ অত্যন্ত জোরালো এবং লাঙ্গারনেশিন স্বীকারোক্তিও দিয়েছেন।

তবে নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)-এর প্রধান মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেন, নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এফপিকে তিনি বলেন, "ইরানের ফাঁসির মেশিন দিনে দিনে আরও নিষ্ঠুর হয়ে উঠছে।"

যুক্তরাষ্ট্রভিত্তিক আবদুররহমান বোরুমন্দ সেন্টার জানায়, বিচারক আবোলগাসেম সালাভাতির আদালতে বিচার হয়েছে, যিনি কট্টর রায়দানের জন্য পরিচিত এবং যাকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞার আওতায় এনেছে। সংস্থাটি আরও জানায়, লাঙ্গারনেশিন নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং অভিযোগ করেছেন যে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে।

তথ্য : আলজাজিরা

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে