ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রায়গঞ্জে গৃহবধূকে নির্মম নির্যাতন, থানায় মামলা

২০২৫ এপ্রিল ২৮ ১৪:৩২:৩২
রায়গঞ্জে গৃহবধূকে নির্মম নির্যাতন, থানায় মামলা

ডুয়া নিউজ: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার হাট পাঙ্গাসী গ্রামে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতন ও পরে অপহরণের ঘটনা ঘটে। অপহরণের পর সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরপর রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী মোছাঃ শিল্পি খাতুন (৩১)। মামলা নং ১৭। ২৪ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইন নং/০৩, ১১(গ)/৩০ অনুসারে মামলাটি রুজু করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালে মোঃ সোহেল নামে এক ব্যক্তির সাথে রেজিস্ট্রি কাবিনমূলে বিবাহ করেন শিল্পী খাতুন (৩১)। বিবাহের পর তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা তাকে যৌতুকের জন্য নির্যাতন করতে থাকে। ১২ এপ্রিল ২০২৫ তারিখে স্বামী মোঃ সোহেল এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা শিল্পী খাতুনকে মারধর করে, যা তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের সৃষ্টি করে।

এজাহারে শিল্পী খাতুন উল্লেখ করেছেন, তার শ্বশুরবাড়ির লোকজন তাকে ২,০০,০০০/- টাকা যৌতুক হিসেবে আনার জন্য চাপ প্রয়োগ করছিল। যখন তিনি সেই টাকা নিয়ে আসার জন্য সম্মতি জানান তখনই তার উপর শারীরিক অত্যাচার চালানো হয়। ১নং আসামী মোঃ সোহেল বাঁশের লাঠি দিয়ে এবং অন্য আসামীরা তাকে হাত দিয়ে মারধর করে, যার ফলে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনার পর শিল্পী খাতুন আত্মীয়-স্বজনদের সঙ্গে পরামর্শ ও চিকিৎসা নিয়ে কিছুদিন সময় নিয়েছিলেন। এ কারণে এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়। তিনি এখন পুলিশের কাছে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।

এজাহার দায়েরের পর রায়গঞ্জ থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং আসামিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে