ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

কাশ্মিরে হা’মলাস্থলে সাংবাদিক যেতে বাধা

২০২৫ এপ্রিল ২৩ ১৮:৩৯:৫৮
কাশ্মিরে হা’মলাস্থলে সাংবাদিক যেতে বাধা

ডুয়া ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পাহালগামে গতকাল মঙ্গলবার ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটে, যাতে ২৬ জন নিহত হন। নিহতদের সবাই পর্যটক ছিলেন। এছাড়া প্রাণ হারিয়েছেন এক স্থানীয় মুসলিম যুবকও, যিনি পর্যটকদের ঘোড়ায় ভ্রমণ করিয়ে জীবিকা নির্বাহ করতেন।

ঘটনাটি ঘটে পাহালগামের বৈসারান তৃণভূমিতে। তবে হামলার পর ঘটনাস্থলে কোনো সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক যোগিতা লিমায়ে।

আজ বুধবার (২৩ এপ্রিল) তিনি সেখানে যাওয়ার জন্য রওনা দেন। কিন্তু পথের মাঝে তাদের আটকে দেওয়া হয়। তিনি বলেছেন, “তারা এ মুহূর্তে ঘটনাস্থল থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছেন।”

সেখানে নিরাপত্তারক্ষীরা কঠোর নিরাপত্তা বেষ্টনি গড়ে তুলেছেন এবং সাংবাদিকদের পাহালগামে প্রবেশের অনুমতি দিচ্ছেন না। তবে সাধারণ বেসামরিক মানুষের চলাচলে কোনো প্রকার বাধা দেওয়া হয়নি।

যোগিতা জানিয়েছেন, ‘ঘটনাস্থলের কাছে যেতে না দেওয়ায় আহতদের যে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানেও তারা যেতে পারেননি।’

তবে সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা জারির আগেই, কিছু সাংবাদিক মঙ্গলবার রাতে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বিবিসি জানিয়েছে, ‘কাশ্মির সংঘাতপ্রবণ এলাকা হওয়ায় সেখানে সাংবাদিকতা করা আগে থেকেই কঠিন ছিল। এরপর পাঁচ বছর আগে যখন ভারতের জম্মু-কাশ্মিরের স্বায়ত্বশাসন বাতিল করে কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হয় তখন সাংবাদিকতা আরও কঠিন হয়ে পড়ে। এ মুহূর্তে সেখান থেকে স্বাধীন সাংবাদিকতা করা বেশ কঠিন।’

সূত্র: বিবিসি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে