ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
বাংলাদেশকে ৬২ কোটি ৬০ লাখ ডলার দেবে কোরিয়া
ডুয়া ডেস্ক: সমুদ্রখাতের উন্নয়নে বাংলাদেশকে ৬২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া।
এই লক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ সরকার ও কোরিয়ার এক্সিম ব্যাংকের মধ্যে একটি সম্পূরক ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ‘গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম (GMDSS)’ এবং ‘ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (IMNS)’ প্রকল্প বাস্তবায়নে অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (EDCF) থেকে এ অর্থ সহায়তা দেওয়া হবে।
ইআরডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সরকার এবং কোরিয়া এক্সিম ব্যাংকের পক্ষে ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং কোরিয়া এক্সিম ব্যাংকের মহাপরিচালক কিম কিসাং। কোরিয়া এক্সিম ব্যাংক হলো দক্ষিণ কোরিয়ার সরকারি রপ্তানি ঋণ সংস্থা।
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকবে।
এর আগে প্রকল্পটির জন্য ৩৭ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি মূল ঋণচুক্তি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে উপকূলীয় এলাকায় ৭টি লাইট হাউজ ও কোস্টাল রেডিও স্টেশন স্থাপন এবং ঢাকায় একটি আধুনিক কমান্ড ও কন্ট্রোল সেন্টার গড়ে তোলা। এর মাধ্যমে চলমান জাহাজগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া বিদ্যমান লাইট হাউজসমূহকে আধুনিকায়ন ও নতুন লাইট হাউজ নির্মাণও অন্তর্ভুক্ত রয়েছে প্রকল্পে।
উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে দক্ষিণ কোরিয়ার সরকার কোরিয়ান এক্সিম ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে সহজ শর্তে ঋণ সহায়তা দিয়ে আসছে।
নতুন এই ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে মাত্র ০.০১ শতাংশ, যার পরিশোধ মেয়াদ হবে ৪০ বছর ৫ মাস। এর মধ্যে ১৫ বছর ৫ মাস থাকবে গ্রেস পিরিয়ড।
সূত্র : বাসস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজিতে ৪.৫১ কোটি টাকা জরিমানা