ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রাবি ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

২০২৫ এপ্রিল ১৮ ১৬:১৯:৩৭
রাবি ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

ডুয়া নিউজ : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি তাওহীদুল ইসলাম দুর্জয়কে কুড়িগ্রামে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার ভোগডাঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত দুর্জয় কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা গ্রামের মোতালেব আলীর ছেলে।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ গণমাধ্যমকে জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার দায়ের করা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, “বুধবার রাত আনুমানিক দুইটার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে