ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বৈঠকে আমরা সন্তুষ্ট নই, আসবে কঠোর আন্দোলনের ডাক

২০২৫ এপ্রিল ১৭ ১৫:৫৯:০৪
বৈঠকে আমরা সন্তুষ্ট নই, আসবে কঠোর আন্দোলনের ডাক

ডুয়া ডেস্ক: কারিগরি শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হলেও তাতে সন্তুষ্ট নয় শিক্ষার্থীরা। অতিরিক্ত সচিবের সঙ্গে আলোচনায় আশানুরূপ অগ্রগতি না থাকায় তারা কঠোর কর্মসূচির দিকে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আন্দোলন চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুর ১২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের সঙ্গে বৈঠকে বসে ১৮ সদস্যের ছাত্র প্রতিনিধি দল।

ছাত্রদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—

জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০% কোটা বাতিল,

ওই পদে ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি বাধ্যতামূলক করা,

কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল দিয়ে কারিগরি সব পদে নিয়োগ,

বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন,

মাধ্যমিকে কারিগরি শিক্ষা চালু এবং শিক্ষক পদে ডিপ্লোমাধারীদের সুযোগ নিশ্চিত করা,

প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ।

বুধবার সকাল ১০টা থেকে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একযোগে সারাদেশের বিভিন্ন জেলায়ও সড়ক অবরোধ করে আন্দোলনে সংহতি জানান শিক্ষার্থীরা।

বিকেল ৪টা ১৫ মিনিটে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শোয়াইব আহমাদ খান ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দেন, দাবি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে এবং পদোন্নতিতে কোনো কোটা থাকবে না।

তবে শিক্ষার্থীরা লিখিত প্রতিশ্রুতি ছাড়া আন্দোলন থেকে সরে আসতে রাজি নন। তারা দাবি করেন, প্রতিটি দাবির বাস্তবায়ন নিশ্চিত করতে লিখিত ঘোষণা এবং নির্দিষ্ট সময়সীমা প্রয়োজন।

চলমান ছয় দফা দাবি আদায়ে বৃহস্পতিবার সারাদেশে রেলপথ অবরোধ এবং অসহযোগ আন্দোলনের ডাক দেন সরকারি-বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীরা। সরকারের শীর্ষ পর্যায়ের আশ্বাসে আপাতত কর্মসূচি শিথিল রেখে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: পলিটেকনিক

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে