ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৯ শতাংশ: এডিবি

২০২৫ এপ্রিল ০৯ ১৬:১৪:২৯
চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৯ শতাংশ: এডিবি

ডুয়া নিউজ: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) জানিয়েছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩.৯ শতাংশ বাড়বে। এই প্রবৃদ্ধির হার দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধির তুলনায় অনেক কম। দক্ষিণ এশিয়ায় গড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এডিবি।

আজ বুধবার (৯ এপ্রিল) প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এশিয়ার বিভিন্ন দেশের ২০২৫ ও ২০২৬ অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আগামী অর্থবছর (২০২৫-২৬) জিডিপি প্রবৃদ্ধি ৫.১ শতাংশে পৌঁছাতে পারে বলে অনুমান করেছে এডিবির।

এর আগে চলতি অর্থবছরের জন্য এডিবি ৪.৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। তবে এপ্রিল সংস্করণে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) পর্যালোচনায় দেখা গেছে, এ সময়ে দেশের অর্থনীতি তুলনামূলকভাবে ধীরগতিতে এগিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, শ্রমিক অসন্তোষ এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে। তবে উৎপাদন খাতের স্থিতিশীলতা বজায় থাকায় পরবর্তী প্রান্তিকে প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে