ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

২০২৫ এপ্রিল ০৮ ১৫:৫২:০৮
হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

ডুয়া ডেস্ক: চলতি বছরের (২০২৫) হজের প্রথম ফ্লাইট আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

ধর্ম উপদেষ্টা জানান, ভিসা প্রক্রিয়াকরণ অল্প কিছু দিনের মধ্যে সম্পন্ন হবে এবং হজযাত্রীরা ২৯ এপ্রিল থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল অনুযায়ী যাত্রা শুরু করবেন।

তিনি আরও বলেন, অনলাইন প্লাটফর্মে বাড়িভাড়ার রিকোয়েস্ট সাবমিট এবং অনুমোদন না হওয়ায় ১০,৪৮৭ জন হজযাত্রী যেতে না পারার শঙ্কা রয়েছে। তবে কোনো এজেন্সির অবহেলা বা গাফলতির কারণে যদি হজযাত্রী না যেতে পারেন। তবে তার দায়ভার ওই এজেন্সির উপর থাকবে।

খালিদ হোসেন জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কঠোর তত্ত্বাবধানে, মনিটরিং এবং ফলোআপ তৎপরতার ফলে সৌদি সরকারের নির্ধারিত সময়সীমা (১৪ ফেব্রুয়ারি) এর মধ্যে বেসরকারি এজেন্সির মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের জন্য মিনা ও আরাফায় তাবু বরাদ্দ এবং ক্যাটারিং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়েছে।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫,২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১,৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করবেন।

এছাড়া হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ (চাঁদ দেখা সাপেক্ষে) ২০২৫ সালের ৪ বা ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: ফ্লাইট হজ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে