ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
সাত কলেজ নিয়ে কি নামে আসছে বিশ্ববিদ্যালয়, চূড়ান্ত হবে কাল সভায়?
.jpg)
ডুয়া ডেস্ক: সরকার রাজধানীর সাতটি সরকারি কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনা করছে। তবে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কী হবে, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তুমুল আলোচনা চলছে। গত ১৩ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের নামকরণ বিষয়ক আলোচনা সভার আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাবি অধিভুক্ত সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয় সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রদানের লক্ষ্যে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে কনফারেন্স রুমে আগামী ১৬ মার্চ সকাল ১০টায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামকরণ সভা অনুষ্ঠিত হবে। এতে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
সাত কলেজের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয় রূপান্তর প্রক্রিয়া এবং নামকরণ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। নতুন বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন মত রয়েছে, তবে সবাই উচ্ছ্বসিত।
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের সদস্য এবং কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারী বলেন, “সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাচ্ছে। ইউজিসি শিক্ষার্থীদের মতামত গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। নামকরণ প্রক্রিয়া এভাবেই হবে, যাতে সাত কলেজের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতিফলন ঘটে।”
তিনি আরও জানান, “বিশ্ববিদ্যালয় হওয়ার ফলে সবচেয়ে বড় সমস্যা হবে ‘পরিচয়হীনতার’ অবসান। ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের কোনো স্বতন্ত্র পরিচয় ছিল না। নতুন বিশ্ববিদ্যালয়ের নামকরণের মাধ্যমে তা সমাধান হবে। আমরা আশা করি অন্যান্য সমস্যাও দ্রুত সমাধান হবে।”
সরকারি বদরুন্নেসা মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী জাফরিন আক্তার বলেন, “নামকরণ একটা ব্যাপক বিষয়। তবে সবার জন্য সবচেয়ে সুন্দর নামটি নির্বাচন করা হবে, যা সাতটি কলেজের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করবে। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ফলে অন্যান্য সমস্যা সমাধান হবে।”
এদিকে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার মান উন্নয়ন, সেশনজট দূরীকরণ, এবং প্রশাসনিক সমন্বয়ের অভাবসহ অন্যান্য সমস্যা মোকাবেলার জন্য শিক্ষার্থীরা বিভিন্ন আন্দোলন করেছে। তবে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পরও শিক্ষার উন্নয়ন হয়নি বরং একাডেমিক ও প্রশাসনিক সমন্বয়ের অভাবে নানা সমস্যা অব্যাহত রয়েছে।
সাতটি কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই লাখ এবং শিক্ষক প্রায় এক হাজার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১২ কোম্পানি
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা