ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

৬ মাসে ৭০ ডাকাত আটক করেছে কোস্টগার্ড

২০২৫ মার্চ ০৫ ১৮:৩৫:২৫
৬ মাসে ৭০ ডাকাত আটক করেছে কোস্টগার্ড

ডুয়া নিউজ : রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ছয় মাসে অভিযান চালিয়ে ৩১ আগ্নেয়াস্ত্র, তিনটি বিদেশি পিস্তল, ৫৭ রাউন্ড গুলি, ১০ রাউন্ড ব্লাঙ্ক গোলা, তিনটি সাউন্ড গ্রেনেড, ১২টি ককটেল, ৪৩টি হাত বোমা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময়ে ৭০ জন ডাকাতকেও আটক করেছে তারা।

আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ।

তিনি বলেন, “সুনীল অর্থনীতির সম্পদ গড়ে তুলতে ও উপকূলীয় মানুষের নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

বিজিবির এই কমান্ডার বলেন, “গত ৬ মাসে জাটকা ধরা বন্ধ ও মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানো হয়। এ সময় ৪৪ কোটি ৪৪ লাখ ৪১ হাজার ৪০১ মিটার কারেন্ট জাল, ১২ কোটি চার লাখ ৮০ হাজার মিটার চরঘেরা জাল, ৪১ লাখ ৪১ হাজার ৫০০ মিটার মশারি জাল, দুই কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০০ মিটার অন্যান্য জাল ও তিন হাজার ৬২২টি বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়।”

ইমাম হাসান আজাদ আরও বলেন, “এক লাখ দুই হাজার ৬০০ কেজি জাটকা, এক হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ, এক হাজার ২৪১ কেজি পাঙ্গাসের পোনা মাছ জব্ধ করে গরিব ও এতিম খানায় বিতরণ করা হয়। ৬১ দুষ্কৃতকারীকে আটক করে আইনের আওতায় আনা হয়। এ ছাড়া আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন অতিক্রমকারী ৩১ ভারতীয় জেলেকে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে