ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

ব্র্যাক ব্যাংক-ইডকলের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

২০২৫ নভেম্বর ০৮ ১৯:৩৩:৪০

ব্র্যাক ব্যাংক-ইডকলের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

নিজস্ব প্রতিবেদক: নবায়নযোগ্য শক্তি এবং দেশের টেকসই প্রবৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথভাবে পাবনায় একটি ৬৪.৫৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন সম্পন্ন করেছে। এই বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (বিসিআরইসিএল) দ্বারা পরিচালিত হবে।

শনিবার (০৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই দুটি প্রতিষ্ঠান ৬৭ মিলিয়ন ডলারের একটি মেয়াদী ঋণ সুবিধা সম্পন্ন করেছে। এর মধ্যে ব্র্যাক ব্যাংক ২২ মিলিয়ন ডলার এবং ইডকল ৪৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

দেশের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে অন্যতম এই প্ল্যান্টটি ইতোমধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। এটি টেকসই প্রবৃদ্ধির দিকে বাংলাদেশের রূপান্তরের একটি তাৎপর্যপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিসিআরইসিএল হলো নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেটিং কোম্পানি লিমিটেড এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের একটি যৌথ উদ্যোগ।

ব্র্যাক ব্যাংকের সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেছেন, এই প্রকল্পটি টেকসই অবকাঠামো নির্মাণে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) শক্তি প্রদর্শন করে। অন্যদিকে, ইডকলের সিইও আলমগীর মোরশেদ এই সৌর পার্কটিকে কার্বন নির্গমন হ্রাসের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছেন।

এই অর্থায়ন উপলক্ষে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া ইউনিটের অপারেশনস ম্যানেজার গেইল মার্টিন, জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজ এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত