ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

চার কোম্পানির শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মাথায় হাত

২০২৫ অক্টোবর ২৬ ০৭:১৭:০৪

চার কোম্পানির শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মাথায় হাত

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের অস্থিরতায় গত এক মাসে কিছু কোম্পানির শেয়ারদর বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, খান ব্রাদার্স, সি পার্ল বিচ, পিপলস লিজিং এবং জাহীন স্পিনিং—এই চারটি কোম্পানি ৩০ দিনের ব্যবধানে ২৫ শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত দর হারিয়েছে। বিনিয়োগকারীরা লোকসানের এই চিত্রে উদ্বেগ প্রকাশ করলেও, বাজার বিশ্লেষকদের মতে, তীব্র দরপতনের পর অনেক সময়ই 'বটম ফিশিং' বা স্বল্পমূল্যে শেয়ার কেনার সুযোগ তৈরি হয়।

গত এক মাসের লোকসানের চিত্রে দেখা যায়, খান ব্রাদার্স ৩৫ শতাংশ এবং পিপলস লিজিং ২৫ শতাংশ দর হারিয়েছে। একই সময়ে ভ্রমণ ও অবকাশ খাতের সি পার্ল বিচ ২৬ শতাংশ এবং বস্ত্র খাতের জাহীন স্পিনিং ২৫ শতাংশ দর হারিয়েছে। এই তীব্র দরপতনের ফলে কোম্পানিগুলোর বর্তমান বাজারমূল্য তলানিতে অবস্থান করছে।

বিনিয়োগকারীদের জন্য এই লোকসানের চিত্রটি একটি সতর্কবাণী হলেও, এটি সম্ভাব্য বিনিয়োগের সুযোগও তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, খান ব্রাদার্স-এর শেয়ার দর কিছুদিনি আগেও ১৬৬ টাকার ওপরে লেনদেন হয়েছে।

অন্যদিকে, সি পার্ল বিচ গত এক মাসে ২৬ শতাংশের বেশি দর হারিয়েছে। এক সময়ে কোম্পানিটির শেয়ার ৪০০ টাকার কাছাকাছি লেনদেন হয়েছে। কিছুদিন আগেও এর শেয়ার ৬২ টাকার ওপরে ছিল। এখন তলানিতে এসে গড়াগড়ি খাচ্ছে। পর্যটন খাতে ক্রমাগত পুনরুদ্ধার প্রক্রিয়ায় শেয়ারটি দ্রুত ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তবে, পিপলস লিজিং-এর মতো 'জেড' ক্যাটাগরির শেয়ার, যার এনএভি ঋণাত্মক এবং যেটি অবসায়নের প্রক্রিয়ায় রয়েছে, সেটির খুব বেশি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা হয়তো নেই। তবে অবসায়নের ক্ষেত্রে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত হলে এটির বড়সড় উত্থানের সম্ভাবনা রয়েছে।

একইভাবে, জাহিন স্পিনিং কোম্পানিটি সম্প্রতি 'জেড' ক্যাটাগরিতে অবদমিত হয়েছে। সম্প্রতি এক অগ্নিকান্ডে কোম্পানিটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করছে। যেকোন সময় শেয়ারটি সামনে দৌড় দিতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত