ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কুয়েতে বসুন্ধরা কিংস

২০২৫ অক্টোবর ২২ ১৮:৪৬:৩৪

এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কুয়েতে বসুন্ধরা কিংস

নিজস্ব প্রতিবেদক :এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে পৌঁছেছে ঘরোয়া ফুটবলের পাঁচবারের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংস। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ৭ বিদেশি খেলোয়াড়সহ তপু বর্মণদের কুয়েত বিমানবন্দরে পৌঁছার পর ক্রীড়াপ্রেমী প্রবাসী বাংলাদেশিরা তাদের উষ্ণ সংবর্ধনা জানান।

বসুন্ধরা কিংস রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ কুয়েতের স্বাগতিক ক্লাব আল কুয়েত, ওমানের আল সিব ক্লাব এবং লেবাননের আল আনসার এফসি।

প্রতিযোগিতার প্রথম ম্যাচে কিংস মাঠে নামবে ২৫ অক্টোবর, স্থানীয় সময় বিকেল ৪টায়, প্রতিপক্ষ ওমানের আল সিব ক্লাব। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর, যেখানে লড়বে লেবাননের আল আনসার এর বিপক্ষে। তৃতীয় ও শেষ ম্যাচ ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টায় হবে স্বাগতিক আল কুয়েত দলের বিপক্ষে।

তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কুয়েতের সোলবিয়া খাত এলাকার জাবের আল মুবারাক আল হামাদ স্টেডিয়ামে।

বসুন্ধরা কিংস যেন জয়ে শুরু করে এবং পরিপূর্ণ প্রতিযোগিতা খেলতে পারে—এমন আশাই করছেন কুয়েত প্রবাসী বাংলাদেশি ক্রীড়ামোদীরা। দলকে ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত