ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২
ডাকসু ভোট বানচাল ঠেকাতে শামসুন নাহার হলের ছাত্রীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট বানচাল এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে শামসুন নাহার হলের ছাত্রীরা ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে অবস্থান নিয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত দশটা থেকে ছাত্রীরা কেন্দ্রের বাইরে জড়ো হয়েছেন এবং ঘোষণা দিয়েছেন যে নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
শিক্ষার্থীরা বলছেন, তারা সুষ্ঠু ভোট গণনা এবং কোনো প্রার্থীর অন্যায় সুবিধা না পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে চান। তাদের অবস্থানের মূল উদ্দেশ্য হলো ভোটের স্বচ্ছতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট রক্ষা করা।
শারমিন সুলতানা নামের একজন শিক্ষার্থী অভিযোগ করেছেন, ছাত্রদল পরিকল্পিতভাবে ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছে এবং যদি কোনোভাবে বহিরাগতদের প্রবেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ রক্তাক্ত হয়, তবে শিক্ষার্থীরা কঠোর প্রতিক্রিয়া জানাবে। তিনি বলেন, "আমরা এটা কোনোভাবে সহ্য করব না।"
আরেকজন শিক্ষার্থী বলেন, তারা কেন্দ্রে যেকোনো অনিয়ম রুখতে প্রস্তুত এবং ভোটের প্রতি তাদের বিশ্বাস ও সম্মান বজায় রাখতে চান। তাদের মতে, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে একটি সুন্দর ডাকসু নির্বাচন হয়েছে এবং এখন ফলাফল প্রকাশের স্বচ্ছতা নিশ্চিত করা তাদের দায়িত্ব। তারা চান এই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা হোক।
এর আগে, ডাকসু বানচাল চেষ্টার বিরুদ্ধে ঢাবি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, যারা এই নির্বাচনে অনিয়ম বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে তাদের পরিণতি হবে ‘খুনি হাসিনা ও ছাত্রলীগের চেয়েও ভয়াবহ’। তিনি ডাকসু নির্বাচনকে শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের স্বপ্ন উল্লেখ করে এটি সফল করা প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব বলে মন্তব্য করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মাথাব্যথার ১১ শেয়ার