ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

একসময় অভিনেত্রী হতে চেয়েছিলেন তাহসানের স্ত্রী রোজা

২০২৫ জানুয়ারি ০৬ ১৬:২৭:৪৪
একসময় অভিনেত্রী হতে চেয়েছিলেন তাহসানের স্ত্রী রোজা

ডুয়া ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খান এবং যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবর এখনও বেশ আলোচনায়। বিশেষ করে তাহসানের স্ত্রী রোজা আহমেদকে নিয়ে অনুরাগীদের মধ্যে নানা কৌতূহল রয়েছে। কিন্তু তাহসানের সঙ্গে বিয়ের আগে রোজা আহমেদ কীভাবে পরিচিত ছিলেনসেটি হয়তো অনেকেই জানেন না।

রোজা আহমেদ তার ক্যারিয়ার শুরু করার আগে থেকেই নেটিজেনদের কাছে পরিচিত ছিলেন। সম্প্রতি তার একটি পুরোনো সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি নিজের ক্যারিয়ার এবং পেশা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ওই সাক্ষাৎকারে তিনি জানান, একসময় তার মডেল কিংবা অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল। তিনি বলেন, "একসময় ইচ্ছে ছিল মডেল হব, অভিনেত্রী হব।"

এই সাক্ষাৎকারে রোজা আরও বলেন, মেকআপ আর্টিস্ট হিসেবে কাজের পাশাপাশি তিনি ভ্লগারদের সঙ্গেও যুক্ত ছিলেন। ব্লগারদের বিরুদ্ধে দুর্ব্যাবহার ও কাজ ঠিকমতো না করার অভিযোগ প্রসঙ্গে রোজা বলেন, "এটা যে যার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার বলার কিছু নেই। আমি এত বড় কোনো ভ্লগার হয়ে যাইনি। আর এটা আমার মূল পেশাও না। তবে যারা এই পেশায় আছেন, তাদের আমি অনেক সম্মান করি।"

সাক্ষাৎকারে রোজা ইনফ্লুয়েন্সারদের পারিশ্রমিক এবং ব্র্যান্ড প্রোমোশন নিয়েও কথা বলেন। তিনি বলেন, "এটা একটা ব্যবসা, আর একে আরেকটা প্রফেশনালিজম হিসেবে দেখলে ভুল হবে না।"

নিজের মেকআপ আর্টিস্ট হিসেবে কাজের প্রসঙ্গে রোজা বলেন, "আমি চাই আমার কাজটা সবাই জানুক, আর আমি বেছে কাজ করি। আমি একজন প্রোফেশনাল মেকআপ আর্টিস্ট আর আমার কাজের মধ্যে একটা প্রফেশনাল টাচ রাখা জরুরি।"

রোজা আহমেদ বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করলেও বর্তমানে তিনি মার্কিন মুলুকে ক্যারিয়ার গড়েছেন। তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজি পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন। এখন তিনি নিউ ইয়র্কের কুইন্সে "রোজাস ব্রাইডাল মেকওভার" প্রতিষ্ঠাতা এবং একজন সফল উদ্যোক্তা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে