ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সঙ্গীর ছবি প্রকাশ করে যা বললেন তাহসান

২০২৫ জানুয়ারি ০৪ ২১:১৬:২৬
সঙ্গীর ছবি প্রকাশ করে যা বললেন তাহসান

ডুয়া নিউজ: ভোর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিলো। এ বিষয়ে জানতে চাইলে বিকালে বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানান জনপ্রিয় এই গায়ক। অবশেষে কথা রাখলেন তিনি।

আজ শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় স্ত্রী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তোলা একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করলেন তিনি।

সেখানে তাহসান লিখেছেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?

সাথে সাথে তাহসানের ফেসবুক পোস্টটি ভাইরাল হয়ে যায়। মাত্র ১৩ মিনিটে ১ লাখ ৭৩ হাজার রিয়েকশন পড়েছে তাহসানের স্ত্রীর সঙ্গে তোলা সেই ছবিতে। মন্তব্যের ঘরে অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাহসানের ভক্ত অনুরাগীরা।

জানা গেছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। রোজা একজন উদ্যোক্তা।

এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট মিথিলার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। সেই সংসারে ভাঙনের পর ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির গলায় মালা দেন মিথিলা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে