ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

যে কারণে চাকরি যাবে অধ্যক্ষদের

২০২৫ মে ২৫ ০৯:৫৮:০৫
যে কারণে চাকরি যাবে অধ্যক্ষদের

ডুয়া ডেস্ক: জালিয়াতি ও অনিয়ম রোধে মাদ্রাসা শিক্ষকদের এমপিওভুক্তির ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ভুয়া সনদ বা সুপারিশপত্র ব্যবহার করে এমপিওর জন্য আবেদন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের মাসিক বেতন-ভাতা (এমপিও) সাময়িকভাবে স্থগিত করার পাশাপাশি দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ প্রেরণের সুপারিশ করা হবে।

সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) এইচ. এম. নূরুল ইসলামের স্বাক্ষরে পাঠানো এক চিঠিতে এই সতর্কতা দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ)-এর ভুয়া সনদ বা সুপারিশ দেখিয়ে অনেক মাদ্রাসা বারবার এমপিওর জন্য আবেদন করছে, যা যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করছে।

এ ধরনের জাল তথ্য দিয়ে আবেদন করা হলে তা বাতিল হওয়ার পরও যদি পুনরায় একই আবেদন করা হয়, তবে ওই মাদ্রাসা প্রধানের এমপিও স্থগিত করে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, নিয়ম বহির্ভূতভাবে পরিচালনা কমিটির মাধ্যমে নিয়োগ বা ভুয়া ডিজি প্রতিনিধির আদেশ দেখিয়ে এমপিও আবেদন করা হলে সেই প্রতিষ্ঠানের এমপিও কোড সাময়িক বা স্থায়ীভাবে বাতিল করা হবে।

এছাড়া শিক্ষক-কর্মচারী নিয়োগের পর দুই মাসের মধ্যে যদি এমপিও আবেদন না করা হয়, সেক্ষেত্রেও মাদ্রাসা প্রধানের এমপিও সাময়িকভাবে স্থগিত করা হবে।

আবেদন বাতিল হলে নতুন করে আবেদন পাঠানোর সময় যথাযথ কারণ, প্রয়োজনীয় ডকুমেন্ট এবং প্রমাণপত্র সংযুক্ত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, এমপিও কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এসব কঠোর নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে