ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

আমর’ণ অনশনে আরেক বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী

২০২৫ মে ২৪ ২২:৪৫:০৫
আমর’ণ অনশনে আরেক বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী

ডুয়া ডেস্ক: এবার দুই দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ১২ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

আজ শনিবার (২৪ মে) দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা অনশনের বসেন।

অনশনরত শিক্ষার্থীরা হলেন, তারেক মাহমুদ, আবু রাজিন মন্ডল, শাহারোব স্বাধীন, মিফতা জাহান মিম, পবিত্রী রানী, শ্রুতি রাজ, হাফসা কাউসার মিশু, মো. জাবেদ, বখতিয়ারুল, মুহাইমিন আনাম, ওয়ালীউল্লাহ ও ক্যএ সিং মার্মা।

শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দীর্ঘ দিনের সেশন জট। বারবার প্রশাসনের স্মরণাপন্ন হয়েও আমরা এর সুষ্ঠু সমাধান পাইনি। আগের উপাচার্যের সময় আশ্বাস দেওয়া হয়েছিল, ১৮ দিনের মধ্যে আমাদের দাবি পূরণ করা হবে কিন্তু সেই ১৮ দিন দেড় বছরেও শেষ হয়নি। যে কারণে আজ আমরা অনশনে বসেছি। আমাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।’

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যত দ্রুত সম্ভব আমাদের এই দুই দফা দাবি মেনে নেওয়া হোক।”

তিনি আরও বলেন, “সেশন জটের কারণে আমরা যে বারবার পিছিয়ে যাচ্ছি, এটা আমরা প্রশাসনকে আবার মনে করিয়ে দিতে চাই। আমাদের দাবিগুলো না মানা পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না।”

আরেক শিক্ষার্থী বলেন, “আমাদের বিভাগটি নানা সমস্যায় জর্জরিত। সব কিছুর ঊর্ধ্বে আমাদের এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে আমাদের বিভাগের সেশন জট। আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, যে কারণে আমরা আজকে অনশনে বসেছি। এই প্রশাসন, এর আগের প্রশাসন আমাদের অনেক আশা দিয়েছে কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।”

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, ১) সেশনজট নিরসন, সর্বোচ্চ চার মাসের মধ্যে সেমিস্টার সম্পন্ন করা এবং ২) আগামী এক বছরের জন্য তিনটি সেমিস্টারের নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, ক্লাস ও পরীক্ষার কার্যক্রম শুরু করা।

উল্লেখ্য, এর আগে ডাকসুর নির্বাচনের রোডম্যাপ, সাম্য হত্যার বিচার ও ক্যাম্পাসের নিরাপত্তার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। প্রায় ৮০ ঘণ্টা পর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের আশ্বাসে তারা অনশন ভেঙে ফেলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে